বড় ধাক্কা অর্থনীতিতে, জিডিপির বৃদ্ধি কমে দাঁড়াল ৬.৬ শতাংশে


ভারতের জিডিপির বৃদ্ধি কমে দাঁড়াল ৬.৬ শতাংশে। তৃতীয় ত্রিমাসিকের এই জিডিপি বৃদ্ধি গত কয়েক বছরে সর্বনিম্ন বলে জানা গিয়েছে। অর্থনীতিবিদেরা যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার চেয়েও কম হয়েছে সংখ্যা। ৫৫জন অর্থনীতিবিদের সমীক্ষায় জিডিপির বৃদ্ধি ৬.৯ শতাংশে থাকবে বলে মনে করা হয়েছিল।

আগের ত্রৈমাসিকে জিডিপির বৃদ্ধি ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করে দেওয়া হয়েছে।

২০১৮-১৯ অর্থবর্ষে জিডিপির গড় বৃদ্ধি ৭.২ শতাংশ থাকবে বলে জানানো হয়েছে। তবে এদিনের রিপোর্ট সকলকেই চমকে দিয়েছে।
পরের অর্থবর্ষের জন্য আরবিআই জিডিপির বৃদ্ধি ৭.২ থেকে ৭.৪ শতাংশের মধ্যে প্রথম ভাগে থাকবে বলে ভবিষ্যদ্বাণী করেছে। তৃতীয় ত্রৈমাসিকে তা বেড়ে ৭.৫ শতাংশ হবে বলেও মনে করা হচ্ছে।