মোবাইল ফোনের সিম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লাগবে না আধার


সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে ঘাড় নোয়াল কেন্দ্রীয় সরকার। মোবাইল ফোনের সিম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আর আধার নম্বরের দরকার হবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত ৪ জানুয়ারি এই সংক্রান্ত অধ্যাদেশ লোকসভায় পাশ হয়। কিন্তু রাজ্যসভায় বিলটি পাশ না হওয়ায় সিদ্ধান্ত কার্যকর করা যাচ্ছিল না। অবশেষে অধ্যাদেশ জারি করে সেই সিদ্ধান্ত কার্যকর করল মোদী সরকার। 

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক বৈঠকে এব্যাপারে বিস্তারিত জানান। কেন্দ্রীয় মন্ত্রিসভা আধার ও অন্যান্য বিষয়ে আইনি ফেরবদলের জন্য অধ্যাদেশ আনার ছাড়পত্র দিয়েছে। 

নতুন অধ্যাদেশে আধার ব্যবহারের বিধি ভাঙলে বা গোপনীয়তার শর্ত ভঙ্গ করলে কড়া শাস্তির ব্যবস্থা রয়েছে। ফলে এবার আপনার আধার নম্বর থেকে কেউ তথ্য চুরি করলে কঠিন সাজার মুখে পড়বেন তিনি।