জনসনকে ক্লিনচিট, ফের বেবি পাউডারের উত্‍‌পাদন শুরু ভারতে


ভারতে পুনরায় জনসনের বেবি পাউডারের উত্‍‌পাদন শুরু হল। জনসন অ্যান্ড জনসনের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের ভারতের কারখানায় সরকার বেবি পাউডারের নমুনা পরীক্ষা করিয়েছে। তাতে অ্যাসবেসটসের উপস্থিতি মেলেনি। যে কারণে বেবি পাউডারের উত্‍‌পাদনে বাধা নেই।
সম্প্রতি জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে বিদেশে কয়েক'শো কোটি টাকার মামলা হয়। বেবি পাউডারে ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেসটস উপাদান হিসেবে থাকে বলে দাবি করা হয়। যার প্রভাব পড়ে ভারতেও। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ভারতীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। দুটি কারখানায় উত্‍‌পাদনও বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু, বেবি পাউডারে অ্যাসবেসটসের উপস্থিতি ল্যাবরেটরিতে মেলেনি। যে কারণে জনসন অ্যান্ড জনসনের এই পণ্যকে ক্লিনচিট দেওয়া হয়েছে।