২৬ ডিসেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

নয়াদিল্লি : তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৬ ডিসেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউএফবিইউ। শনিবার এই ধর্মঘটের কথা ঘোষণা করেছে ব্যাঙ্ককর্মী ও অফিসারদের ন'টি সংগঠনের মূল সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সি এইচ বেঙ্কটচলম বলেন, কেন্দ্রীয় সরকারের সংযুক্তিকরণের সিদ্ধান্তমতো সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিও একত্রীকরণের দিকে এগচ্ছে। তার প্রতিবাদেই আমরা ধর্মঘট ডেকেছি। অন্যদিকে, ন্যাশনাল অর্গানাইজেশন অব ব্যাঙ্ক ওয়ার্কার্স-এর ভাইস প্রেসিডেন্ট অশ্বিনী রানা বলেছেন, ইউএফবিইউয়ের আওতায় থাকা সমস্ত সংগঠন এই ধর্মঘটে অংশ নেবে।

গত সেপ্টেম্বরেই ব্যাঙ্ক অব বরোদা, দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়ার কথা ঘোষণা করে মোদি সরকার। সেইমতো এই তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে গেলে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্কিং প্রতিষ্ঠানে পরিণত হবে নয়া সংস্থা। প্রসঙ্গত, বৃহত্তম ব্যাঙ্কের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে এসবিআই এবং এইচডিএফসি।