ভুয়ো বিয়ে নিয়ে সাবধান করা হল ভারতীয়দের


নয়াদিল্লি: যারা বিয়ে করে সে দেশে স্থায়ী নাগরিক হতে চায় অস্ট্রেলিয় সরকার সেই সব ভারতীয় নাগরিকদের সতর্ক করল দক্ষিণ এশিয়দের সংগঠিত কল্পিত বিয়ে কেলেঙ্কারির ব্যাপারে৷ সিডনিতে চলা কল্পিত বিবাহ সিন্ডিকেট অস্ট্রেলিয়ান বর্ডার (এবিএফ)ফোর্স বন্ধ করার পর এই সতর্কবাণী দেওয়া হল এবং এক ৩২ বছরের এক ভারতীয় আদালতে মুখোমুখি এমন ঘটনায় জড়িত অভিযোগে৷

চারজন অস্ট্রেলিয় নাগরিকও অভিযোগের মুখে পড়েছে কারণ চিরকালের জন্য নাগরিকত্ব চাওয়া অনাগরিকদের সঙ্গে এমন প্রতারণাপূর্ণ বিয়ে করানোর জন্য অন্যদের রাজি করানোয় জন্য৷ অস্ট্রেলিয় হাই কমিশন এক প্রেস বিবৃতিতে এই বিয়ে কেলেঙ্কারির ব্যাপারে সতর্ক করেছে৷

এবিএফ-র এই অপারেশনের ফলে ১৬৪জন বিদেশি নাগরিক যারা 'পার্টনার ভিসা'র জন্য আবেদন করলেও তা নাকচ হয় এই সিন্ডিকেটের সঙ্গে যোগ থাকার জন্য ৷ এই কেলেঙ্কারিতে জড়িতদের কেউ চিরকালীন নাগরিকত্ব পাননি৷

হাই কমিশন জানিয়েছেন, এই ধরনের কেলেঙ্কারির জন্য আর্ত সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অস্ট্রেলিয় মহিলাদের বেছে নেওয়া হচ্ছে৷ এবিএফ-র তদন্ত কমান্ডার ক্লিন্টন স্মিথ জানান, এই সিন্ডিকেট অস্ট্রেলিয়ার ভিসা কর্মসূচির অখণ্ডতা নিরসন করছে এবং অসহায় ব্যক্তিদের শোষণ করছে৷ দেখা গিয়েছে, এই ধরনের কেলেঙ্কারিতে জড়িত বহু মহিলা পারিবারিক হিংসা এবং আর্থিক কষ্ট ইত্যাদির শিকার হচ্ছেন৷