দিল্লিতে হামলার শঙ্কা, ঢুকেছে ২ সন্ত্রাসবাদী! ছবি প্রকাশ পুলিশের


দিল্লিতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা। দুই সন্দেহভাজন সন্ত্রাসবাদী ইতোমধ্যেই রাজধানীতে ঢুকে পড়েছে বলে সন্দেহ করছে পুলিশ। দুজনের ছবি প্রকাশ করে সতর্কবার্তা জারি করা হয়েছে। এদের খোঁজ পেলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। 

সন্দেহভাজন দুই সন্ত্রাসবাদীর ছবি প্রকাশ করে নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ। ছবিতে একটি মাইলস্টোনের পাশে দাঁড়িয়ে রয়েছেন দুই ব্যক্তি। তাদের পরনে কালো ও খয়েরি রঙের কুর্তা আর মাথায় টুপি রয়েছে। আর মাইলস্টোনটিতে উর্দুতে লেখা 'দিল্লি ৩৬০ কিমি, ফিরোজপুর ৯ কিমি'। এই দুজনকে কেউ দেখতে পেলে তাঁদের পাহারগঞ্জ পুলিশ স্টেশনের 011-23520787 অথবা 011-2352474 নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে।

পঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে ফিরোজপুর। গত সপ্তাহেই পঞ্জাব পুলিশ সতর্কবার্তা জারি করে বলেছিল, ৬-৭ জন জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী সেই রাজ্য থেকে দিল্লি ঢুকতে পারে। এ জন্য চেকপয়েন্টগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর থেকেই প্রধানমন্ত্রী দফতর ও স্বরাষ্ট্রমন্ত্রক-সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।