নিরপেক্ষ ভোট হলে ওদের হার আসন্ন, তাই ভয় পেয়েছে তৃণমূল, বললেন দিলীপ


নিরপেক্ষ নির্বাচন হলে হার আসন্ন। তাই ভয় পেয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে ৭ দফায় ভোট গ্রহণের পক্ষে সওয়াল করে বললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। 

সোমবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দফতরে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাতকার দিলীপবাবু বলেন, 'ভোট ৭ দফায় হোক বা ৮ দফায়, তাতে তৃণমূলের সমস্যা কী? পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী দল নিরপেক্ষ ভোট চেয়েছিল, তাই হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কী করেছে সবাই দেখেছে।' দিলীপবাবুর দাবি, 'ওদের গুন্ডারা ঠিক মতো গুন্ডামি করতে পারবে না তাই ক্ষেপে গিয়েছে তৃণমূল।' 

এদিন দিলীপবাবু আরও বলেন, ২০১১ নিরপেক্ষ নির্বাচন হয়েছিল বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল। তার পর নিরপেক্ষ নির্বাচনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। মানুষের ওপর আস্থা থাকলে কেন একাজ করছেন তিনি? 

রবিবার ২০১৯ লোকসভা নির্বাচন-এর নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ৭ দফায় নির্বাচন হবে গোটা দেশে। ৭ দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে। তৃণমূলের অভিযোগ, ৭ দফায় লোকসভা নির্বাচনে সুবিধা হবে বিজেপির। তবে নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বলেও জানিয়েছে তৃণমূল।