ছত্তিশগড়ে ফের হামলা, আইইডি বিস্ফোরণ করে বাস ওড়াল মাওবাদীরা, মৃত অন্তত ৪


কয়েকদিন আগেই দান্তেওয়াড়ায় মাওবাদীরা হামলা চালিয়ে এক সাংবাদিক ক্যামেরাম্যান সহ কয়েকজন আধাসেনাকে হত্যা করেছিল। সেই ঘটনায় সারা দেশে সাড়া পড়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই ফের দান্তেওয়াড়ায় সেনার ওপরে হামলা চালাল মাওবাদীরা।

আইইডি বিস্ফোরণ করে হামলা চালানো হয়েছে। ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১ জন সেনা ও ৩ জন সাধারণ নাগরিক রয়েছেন। সেনার গাড়িতে হামলা চালানো হয়। ফলে আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
 
হামলায় সিআইএসএফের জওয়ান শহিদ হয়েছেন। দান্তেওয়াড়ার বাচেলি এলাকায় এই হামলা চালায় মাওবাদীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দান্তেওয়াড়ার বাচেলি এলাকা থেকে রান্নার সামগ্রী কিনে জওয়ানরা ফিরছিলেন। তখনই বিস্ফোরণ ঘটানো হয়।

এই বিস্ফোরণে একজন বাস ড্রাইভার, কন্ডাক্টর ও বাসের ক্লিনার মারা গিয়েছেন। যে জওয়ান শহিদ হয়েছেন তিনি ভোটের কাজের জন্য এই প্রথমবার দান্তেওয়াড়ায় ডিউটি করতে এসেছিলেন।

কয়েকদিন আগে দান্তেওয়াড়াতেই হামলা চালিয়ে দূরদর্শনের ক্যামেরাম্যান ও দুই জওয়ানকে গুলি করে মাওবাদীরা হত্যা করে। তারপরও এলাকায় মাও দাপট যে কমেনি তার ফের এদিন প্রমাণ মিলল।