পুজোয় পর্যটক সমাগমে পাহাড়ে নয়া রেকর্ড, মমতার মুকুটে নতুন পালক


পাহাড় হাসছে। ক্ষমতা আসার কিছুদিন পর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে কিছু সময় অশান্তির বাতাবরণ থাকলেও সেটা যে কথার কথা ছিল না, সেটা এখন টের পাওয়া যাচ্ছে। পুজোর লম্বা ছুটিতে বাঙালি পর্যটকেরা আবার পাহাড়মুখী হয়েছেন।

এবছর পাহাড়ে যা দর্শক সমাগম হয়েছে তা বিগত বছরের রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে। হোটেল, হোমস্টে, গাড়ি চালক, গাইড, ট্যুর অপারেটর সকলের হিসাব অন্তত তাই বলছে।

পাহাড়ের ট্যুর অপারেটরদের সংগঠনের সভাপতি জানিয়েছেন, গতবছরের তুলনায় এবছর পর্যটকের সংখ্যা ৪৫ শতাংশ হারে বেড়েছে। সাধারণত পুজোর পর থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত পাহাড়ে ভিড় থাকে। তবে এবার পুজোর অনেক আগে থেকে শুরু করে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত হোটেলগুলি ইতিমধ্যে বুকিং রয়েছে।

জানা গিয়েছে, দার্জিলিংয়ে হোটেল মালিকরা মার্চ-এপ্রিলের বুকিংয়ের খোঁজ নিতে ফোন পেতে শুরু করেছেন। দুর্গাপুজোর সময়ে সারা দার্জিলিংয়ে কোনও হোটেল ফাঁকা চিল না। এখনও অর্ধেকের বেশি হোটেলের রুম বুক হয়ে রয়েছে। এমনকী দার্জিলিং, কালিম্পংয়ের হোমস্টে গুলিতেও ভিড় উপচে পড়েছে।