‌নীরব মোদি‌কে ‘‌বিজ্ঞাপিত পলাতক’‌ বলল গুজরাটের আদালত


পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদিকে বৃহস্পতিবার '‌বিজ্ঞাপিত পলাতক'‌ বলল গুজরাটের একটি আদালত। গত মার্চে দায়ের করা ৫২ কোটি টাকা ফাঁকির একটি শুল্ক মামলায় নীরব মোদিকে '‌বিজ্ঞাপিত পলাতক'‌ নামে অভিহিত করে আগামী ১৫ তারিখের মধ্যে তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারক।

বুধবারই সংবাদপত্রে এব্যাপারে নোটিস জারি করে সেটা সব সরকারি অফিস এবং পুলিসের দপ্তরে পাঠিয়ে দিয়েছিল আদালত। ক্রিমিনাল প্রসিডিউর কোডের ৮২ নম্বর ধারায় নীরব মোদিকে '‌বিজ্ঞাপিত পলাতক'‌ বলেছে আদালত। এর ফলে অন্তর্বর্তীকালীন জামিন নাও পেতে পারেন নীরব মোদি।

এছাড়া সুরাটে গত ৮ আগস্ট ডেপুটি কাস্টমস্‌ কমিশনার আরকে তিওয়ারি সিজেএম বিএইচ কাপাডিয়ার কাছে আবেদন করেছিলেন নীরব মোদি এবং তাঁর তিনটি কোম্পানি ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, ফায়ারস্টার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং রাডাশির জুয়েলারি কোম্পানি প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। ওই মামলায় আগামী বৃহস্পতিবারের মধ্যে আদালতে হাজির হতে মোদিকে নির্দেশ দিয়েছে সুরাট সিজেএম।