NRS-এর ৫০ কোটির ক্যান্সার প্রকল্পে ধাক্কা


কলকাতা: সাধারণ মানুষের কাছে দামি ক্যান্সার চিকিৎসা নিরখচায় পৌঁছে দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ বানচাল করতে অন্তর্ঘাতের চেষ্টা চলছে। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে খোদ এনআরএস মেডিক্যাল কলেজ থেকে। রাজ্য সরকার এখানে ক্যান্সার চিকিৎসায় দেশের অন্যতম দুটি দামি রে দেওয়ার লিনিয়ার অ্যাক্সিলারেটর বা লাইন্যাক মেশিন বসিয়েছে। সম্প্রতি তার একটির গুরুত্বপূর্ণ অংশ বিকল করে দেওয়া হয়। শুধু তাই নয়, হঠাৎই রাতে মেশিনটির ইমার্জেন্সি সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে মেশিনটির সমস্ত তথ্য উড়ে যায়। এছাড়াও মেশিনটির সঙ্গে যুক্ত মেডিক্যাল ইঞ্জিনিয়ারদের অনবরত হুমকিও দেওয়া হচ্ছে। এইসব কারণে এনআরএস-এ আসা ক্যান্সার রোগীদের জন্য চালু হতে চলা ৫০ কোটির এই ক্যান্সার প্রকল্পটিই পিছিয়ে গিয়েছে। গোটা বিষয়ে হাসপাতালের এক বা একাধিক কর্মী যুক্ত বলে খবর। তাতে বাইরের স্বার্থান্বেষী মহলের হাত থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।