অমৃতসরে দুর্ঘটনা: রেলের গাফিলতি ছিল না, চালকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়, জানালেন মনোজ সিনহা


নয়াদিল্লি ও অমৃতসর: অমৃতসরে গতকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়ে দিলেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা। তিনি বলেছেন, 'এই ঘটনায় রেলের কোনও গাফিলতি ছিল না। আমাদের কোনও ভুল ছিল না। তাই চালকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে বাঁক ছিল। চালক দেখতে পাননি লাইনের উপর বহু লোক দাঁড়িয়েছিলেন। এ বিষয়ে কী তদন্তের নির্দেশ দেব? ট্রেন গতিতেই ছোটে।'

রেল প্রতিমন্ত্রী আরও বলেছেন, 'ভবিষ্যতে রেল লাইনের ধারে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা উচিত নয়। আমার মনে হয় সাবধানতা অবলম্বন করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হত। এটা দুঃখজনক ঘটনা। এ বিষয়ে রাজনীতি করা উচিত নয়।'

ফিরোজপুরের ডিআরএম বিবেক কুমার জানিয়েছেন, 'এই দুর্ঘটনার বিষয়ে ট্রেনের চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর কোনও দোষ পাওয়া যায়নি। ট্রেনটি ঘণ্টায় ৯১ কিমি গতিতে চললেও, লাইনের উপর লোকজন দেখে গতি কমিয়ে ৬৮ কিমি করেন চালক। তবে ট্রেন থামাতে সময় লাগে। দুর্ঘটনার সময় লোকজন রেল লাইনের উপর দাঁড়িয়েছিলেন। অন্ধকার ও আতসবাজির শব্দের ফলে তাঁরা ট্রেনের আওয়াজ শুনতে পাননি। সেই কারণেই দুর্ঘটনা ঘটে।'

অন্যদিকে, অমৃতসর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা জোড়া ফটকের কাছে দশেরা অনুষ্ঠান আয়োজনের জন্য 'নো অবজেকশন সার্টিফিকেট' দিলেও, পুরসভা ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছ থেকে অনুমতি নেননি আয়োজকরা। তাঁরা আশ্বাস দিয়েছিলেন, লাউডস্পিকার ব্যবহারের বিষয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশ মেনে চলবেন। সেই অনুযায়ী তাঁদের সবুজ সঙ্কেত দেওয়া হয়েছিল। আয়োজকরা আরও আশ্বাস দিয়েছিলেন, এই অনুষ্ঠানের জন্য যান চলাচল ব্যাহত হবে না এবং কেউ সেখানে অস্ত্র নিয়ে যাবেন না। দশেরা কমিটির (পূর্ব) সভাপতি তথা কংগ্রেস কাউন্সিলারের স্বামী সৌরভ মদন এই অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন, রাজ্যের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধু ও তাঁর স্ত্রী এই অনুষ্ঠানে থাকবেন। তাঁদের জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকা দরকার।

ডেপুটি পুলিশ কমিশনার অমৃক সিংহ পওয়ার জানিয়েছেন, 'আয়োজকদের বলা হয়েছিল, পুলিশ ছাড়াও পুরসভা ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি সব কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নেওয়া হয়, তাহলে দশেরা অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া যাবে না।'

অমৃতসর পুরসভার কমিশনার সোনালী গিরি জানিয়েছেন, 'কাউকে দশেরা অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। কেউ অমৃতসর পুরসভার কাছ থেকে অনুমতি চায়নি। আগে এই অনুষ্ঠান ধোবিঘাটে হত। গত বছরের তুলনায় এবার অনেক বড় আকারে দশেরার অনুষ্ঠান আয়োজন করা হয়।'