কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই


শ্রীনগর: সকাল থেকেই উত্তপ্ত কাশ্মীর৷ গুলির লড়াই শুরু হয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার লাররো এলাকা৷ গোটা এলাকাটি ঘিরে রেখে ফেলেছে সেনা জওয়ানরা৷

দুই বা তার বেশি জঙ্গি লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করে ভারতীয় সেনা৷ তল্লাশি অভিযান এখনও চলছে৷ একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এমনই খবর রয়েছে সেনার কাছে৷

এর দুদিন আগেই উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ক্রালহার এলাকায় দুই জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা৷ অভিযোগ তারা পুলিশের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল৷

সেই অভিযান থেকে দুটি এ কে ৪৭ রাইফেল, গ্রেনেড লঞ্চার, তিনটি গ্রেনেড, দুটি চাইনিজ পিস্তল ও বেশ কিছু অন্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়৷

তার আগে সেপ্টেম্বর মাসে জম্মু-কাশ্মীরে বড়সড় সাফল্য পায় সেনা৷ সেনার গুলিতে খতম হয় তিন জঙ্গি। ঘটনাটি ঘটে কুলগাম জেলার চৌগাম এলাকার কাজিগান্দে। লড়াই শুরু হয়েছিল দু-তিন দিন আগে থেকে৷ গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করে সেনা জওয়ানরা।

গোটা এলাকা ঘিরে ফেলা হয়। সেনার ৯ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান এবং জম্মু-কাশ্মীর পুলিসের যৌথ দল অভিযান চালায়। তল্লাশির সময় লুকোনো ডেরা থেকে জওয়ানদের উদ্দেশে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। তাতেই খতম হয় তিন জঙ্গি। মনে করা হচ্ছে, এরা প্রত্যেকেই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-এ-তৈবা কিংবা হিজবুল মুজাহিদিন-এর সদস্য।