নাইজেরিয়ায় প্রবল আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৩১! বাড়ছে মৃতের সংখ্যা...


কানো: ফের বোকোহারাম জঙ্গিদের হামলায় রক্তাক্ত নাইজেরিয়া৷ আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৩১৷ উত্তর-পূর্ব নাইজেরিয়ায় জঙ্গিরা হামলা চালায়৷ ছোট শহর কোনার একটি বাজারে আত্মঘাতী বিস্ফোরণ হয়৷ পর পর ২টি আত্মঘাতী হামলা হয়৷ আত্মঘাতী হামলার পাশাপাশি গ্রেনেড হামলাও চালায় জঙ্গিরা৷

১ মে থেকে বোকোহারাম জঙ্গিদের নিকেশ অভিযান চালাচ্ছে নাইজেরিয়া প্রশাসন৷ আর তার জেরেই পাল্টা হামলা চালাচ্ছে জঙ্গিরা৷ নাইজেরিয়ার কানো শহরের ইদের বাজার ছিল জমজমাট৷ তখনই হামলা চালায় জঙ্গিরা৷ রকেট ও গ্রেনেড হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়৷ হতাহতের সংখ্যা শতাধিকও পেরোতে পারে বলে মনে করছে নাইজেরিয়া প্রশাসন৷

নাইজেরিয়ায় গত ৯ বছর ধরে বোকোহারাম জঙ্গিদের তাণ্ডব চলছেই৷ আত্মঘাতী হামলার জন্য দেশের তরুণ প্রজন্মকে বেছে নিচ্ছে এই জঙ্গি সংগঠন৷ রবিবারেও ২ তরুণ জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় বলে জানা যাচ্ছে৷ উত্তর-পূর্ব নাইজেরিয়াতে বোকোহারাম জঙ্গিদের দাপট সবচেয়ে বেশি৷ গত কয়েক বছরে সেখানকার নিরাপত্তার উপরও জোর দেওয়া হয়েছে৷ তাতেও আটকানো যাচ্ছে না জঙ্গিদের৷

১ মে বোকাহারাম জঙ্গি নিকেশ অভিযানের দিনই উত্তর-পূর্ব নাইজেরিয়ার মুবিতে আত্মঘাতী বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হন৷ মুবির একটি মসজিদের বাইরে বিস্ফোরণ হয়৷ ২০০৯ সাল থেকে বোকাহারামের তাণ্ডবের জেরে ২০,০০০ মানুষের মৃত্যু হয়েছে৷ অন্তত ১৭ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন৷ মহিলাদের তুলে নিয়ে ধর্ষণও করে চলেছে বোকোহারাম জঙ্গিরা৷ নাইজেরিয়ার তরুণ প্রজন্মের মধ্যে মাদক নেশা ছড়াতেও তারা পিছ পা হচ্ছে না৷ কয়েক বছর আগেও প্রায় ৩০০ মহিলাকে অপহরণ করে বোকোহারাম জঙ্গি সংগঠন৷ এদের মধ্যে অনেক মহিলাকেই সন্তান সহ অপহরণ করা হয়৷ বন্দিদশায় মহিলাদের উপর চলেছে নির্যাতন৷ পালিয়ে আসার চেষ্টা করায় মহিলাদের নৃশংস ভাবে হত্যা করা হয়৷

নাইজেরিয়ার সাধারণ মানুষের পাশাপাশি বোকোহারামের টার্গেট সেনা৷ নাইজেরিয় সেনাদের টার্গেট করেও বহুবার আত্মঘাতী বিস্ফোরণ চালায় এই জঙ্গি সংগঠন৷ বার বারই নিরাপত্তা নিয়ে রাষ্ট্রসংঘেরও প্রশ্নের মুখে পড়ে নাইজেরিয়া৷ অবশ্য, নাইজেরিয়া প্রশাসনের দাবি, নিরাপত্তায় জোর দেওয়ার ফলেই কয়েক বছর ধরে বোকোহারাম জঙ্গি সংগঠনের হামলার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে৷