৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ


নয়াদিল্লি: দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ । আজ ৩ অক্টোবর ৪৬তম প্রধান বিচারপতি পদে দায়িত্ব গ্রহণ করলেন তিনি । প্রসঙ্গত, ভারতের উত্তর-পূর্ব অঞ্চল থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের তত্ত্বাবধানে শপথ নিয়েছেন গগৈ ।

২০১৯ সালের নভেম্বর মাস পর্যন্ত এই পদের দায়িত্বভার সামলাবেন গগৈ । নাগরিকপঞ্জি সংক্রান্ত বিশেষ ডিভিশন বেঞ্চের দায়িত্বেও ছিলেন তিনি । ২০১২ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি পদের দায়িত্ব নেন রঞ্জন গগৈ৷ মৃদুভাষী ও কড়া আইনজীবী হিসেবেই তিনি পরিচিত৷ ১৯৭৮ সালে আইনজীবী হিসেবে কেরিয়ার শুরু। সংবিধান, আয়কর ও কর্পোরেট সংক্রান্ত বিষয় নিয়েই গুয়াহাটি হাইকোর্টে কাজ করেছেন । ২০১০ সালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারপতির পদে নিযুক্ত হন ও ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন । ২০১২ সালের এপ্রিলে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগদান করেন ।