রাষ্ট্রসংঘের 'চ্যাম্পিয়ন্স অফ আর্থ পুরস্কার'পেলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি: সৌরশক্তি নিয়ে কাজের জন্য এবার বিশেষ স্বীকৃতি পেল ভারত। জলবায়ু পরিবর্তন ও স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের জন্য রাষ্ট্রসংঘের 'চ্যাম্পিয়ন্স অফ আর্থ পুরস্কার' দেওয়া হল ভারতকে । আজ এই পুরস্কার দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  । পুরস্কার প্রাপকের তালিকায় ছিল ফরাসী রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাকরুনের নামও ।
 আজ মোদির হাতে এই পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি অ্যান্টোনিও গাতোরাসে । নয়াদিল্লির প্রবাসী ভারতীয় ভবনে একটি অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে । একজন নেতা হিসেবে জলবায়ু পরিবর্তনের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখেছেন মোদি ও এই সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করতেও মোদি সরকারের প্রচেষ্টাকে প্রশংসা করেছেন গাতোরাসে ।

প্রসঙ্গত, আন্তর্জাতিক স্তরে সৌরশক্তি ও ২০২২ এর মধ্যে একক- ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন সংক্রান্ত কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে ।