বিগত ১০ বছরে সব থেকে বেশি বিদ্যুতের দাম

নয়াদিল্লি: সারা দেশে বিদ্যুতের চাহিদা বাড়তেই ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ মঙ্গলবার বিদ্যুতের দাম প্রতি ইউনিটের ১৮ টাকা বাড়ানো হয়েছে ৷ এটাই বিগত দশ বছরের সব থেকে বেশি দাম ৷ ২০০৯ সালে শেষবার বিদ্যুতের দাম ১৭ টাকা হয়েছিল ৷ এর পেছনে মুখ্য কারণ ছিল বিদ্যুতের বিপুল চাহিদা ৷

এরফলে গ্রাহকদের কী কী অসুবিধে হতে পারে ? মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছনোর যে সঙ্কল্প ছিল তা খানিকটা ধাক্কা খাবে বলেই মনে করা হয়েছে ৷ বিদ্যুতের বিপুল পরিমামে মাশুল বাড়লে তার খারাপ প্রভাব বা বোধা বইতে হয় সাধারণ মানুষকেই ৷

সত্যি কি বিদ্যুতের দাম বাড়ল ? বিশেষজ্ঞরা মনে করেন যোগানের থেকে চাহিদার পরিমাণ বাড়তেই বিদ্যুতের দাম বেড়েছে ৷ জল, বাতাস, কয়লা বিদ্যুত উৎপাদনকারী তিনটি সামগ্রীর প্রর্যাপ্ত অভাবই বিদ্যুতের দাম ব্যাপক হারে বৃদ্ধি করেছে ৷