Vivek Tiwari Death:'গুলি লাগার পরও আমাকে বাঁচাতে স্যার স্টিয়ারিং ছাড়েননি'

লখনউয়ে অ্যাপল স্টোরের এরিয়া ম্যানেজার বিবেক তিওয়ারির মৃত্যুর ঘটনায় মুখ খুললেন ঘটনাক একমাত্র সাক্ষী সানা খান। লখনউতে নিজের বাড়িতে বসে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে তিনি জানান, কী ভাবে শরীরে গুলি বেঁধা অবস্থাতেও সানাকে রক্ষা করার চেষ্টা করে গিয়েছেন বিবেক। কোনওরকম প্ররোচনা ছাডা়ই দুই পুলিশকর্মীর গুলি চালানোর বর্ণনাও উঠে আসে তাঁর বক্তব্যে। 

বিবেক তিওয়ারির সহকর্মী সানা জানিয়েছেন, 'সেদিন একটি ফোন লঞ্চের অনুষ্ঠান ছিল। অশোক মার্গের শ্রীরাম টাওয়ারে অনুষ্ঠান শেষে আমরা রাত ১২.৩০ নাগাদ বেরিয়েছিলাম। গোমতী নগরের কাছাকাছি আসার পর মোটরবাইকে করে আসা দুই পুলিশকর্মী আমাদের পথ আটকানোর চেষ্টা করে। সঙ্গে মহিলা থাকায় স্বাভাবিক ভাবেই স্যার গাড়ি থামাতে ভরসা পাননি। তবে তিনি মোটেই খুব একটা জোরে গাড়ি চালাচ্ছিলেন না, রাস্তার মাঝখান দিয়েও চালাচ্ছিলেন না। আচমকাই এক পুলিশকর্মী গুলি চালিয়ে দেন। স্যারের প্রচণ্ড রক্ত বেরোচ্ছিল। সেই অবস্থাতেও উনি যতটা সম্ভব নিরাপদ স্থানে আমাকে পৌঁছে দিতে চেয়েছিলেন।' 

তিনি আরও বলেন, 'পুরো ব্যাপারটা কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায়। আমি চিত্‍কার করছিলাম। দুই পুলিশকর্মী মোটরবাইক থেকে নেমে পড়ে। ওই অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আমাদের গাড়ির সঙ্গে মোটরবাইকের সামান্য ধাক্কা লাগে। কিন্তু তাতে দুই পুলিশকর্মীর কেউ আহত হয়নি। কারণ তারা আগেই বাইক থেকে নেমে পড়েছিল। এই ভাবে কিছুদূর গিয়ে একটা পোলে ধাক্কা লাগে। আর ওঁর মাথাটা হেলে পড়ে। আমি গাড়ি থেকে নেমে সাহায্য চেয়ে পাগলের মতো ছুটোছুটি করছিলাম। ওই দুই পুলিশকর্মী ততক্ষণে পালিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর অন্য একটা পুলিশের গাড়ি এসে আমাদের নিয়ে যায়।'