৯৮.৫১%পাশের হার, ICSE-তে ৯৯.৪০% পেয়ে প্রথম স্বয়ং দাস


প্রকাশিত হল ICSE ও ISC পরীক্ষার ফলাফল। সামগ্রিক পাশের হার ৯৮.৫১ শতাংশ। ICSE-তে ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে স্বয়ং দাস। আইসিএসই-তে যুগ্ম ভবে দ্বিতীয় হয়েছে জলন্ধরের জ্যাসমিন কল চাহাল এবং মুম্বইয়ের আনোখি মেহতা দুজনেই পেয়েছে ৯৯.২০ শতাংশ নম্বর। তৃতীয় স্থানে রয়েছে ১২ জন। যাদের মধ্যে ৯৯% নম্বর পেয়ে ICSE-তে সারা দেশে তৃতীয় স্থানে কলকাতার দু' জন। হেরিটেজ স্কুলের স্পৃহা পাণ্ডে এবং আরিয়ান্স স্কুলের অনুরাগ ঘোষ। 

দ্বাদশে অর্থাৎ আইএসসি-তে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের কৌশিকী দাসগুপ্ত চৌধুরী। দ্বিতীয় স্থানে ব্যারাকপুর মডার্ন ইংলিশ অ্যাকাডেমি স্কুলের জয়দীপ বসু। দ্বিতীয় স্থানে মডার্ন হাইস্কুল কলকাতার অস্মিতা সরকার, গাডের্ন হাইস্কুলের আদিত্য পাল, লা মার্টিনিয়ার ফর গার্লসের সুমেধা ঘোষ, ডনবস্কো পার্ক সার্কাসের আর্যমান জৈন, মডার্ন হাই স্কুলের ডিভিশা জয়সোয়াল। 

আবারও ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা। আইসিএসই এবং আইএসসি দুই পরীক্ষাতেই যা স্পষ্ট। আইসিএসই-তে ছেলেদের পাশের হার ৯৮.১৫ শতাংশ আর মেয়েদের পাশের হার ৯৮.৯৫ শতাংশ। অন্য দিকে, আইএসসি-তে ছেলেদের পাশের হার ৯৪.৯৬ শতাংশ। আর মেয়েদের পাশের হার ৯৭.৬৩ শতাংশ। 

আজ সোমবার বিকেল ৩টে নাগাদ ফল প্রকাশ করে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্স্যামিনেশন বোর্ড (CISCE)। অফিসিয়াল ওয়েবসাইট cisce.org-এ ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। 

চলতি বছর ICSE দশম শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। শেষ হয় ২৮ মার্চ। পরীক্ষা দেয় ১৬ লাখেরও বেশি ছাত্রছাত্রী। ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয় ৭ ফেব্রুয়ারি। চলে ২ এপ্রিল পর্যন্ত। এই পরীক্ষার জন্য আবেদন করেছিল ১০,৮৮,৮৯১ জন। এঁদের মধ্যে ৬,২৮,৮৬৫ জন ছাত্র ও ৪,৬০,০২৬ জন ছাত্রী ছিল। চলতি বছর ICSE পরীক্ষায় পাশ করতে ৩৩% নম্বর পেতে হবে ছাত্রছাত্রীদের। আর ISC ছাত্রছাত্রীদের পাশ করার জন্য পেতে হবে ৩৫% নম্বর। 



ফল জানতে যা করতে হবে: 

১. CISCE-র অফিসিয়াল ওয়েবসাইট cisce.org-এ Click করুন। 

২. দেখতে পাবেন ICSE Result 2018 ও ISC Result 2018-এর লিঙ্ক। 

৩. যেটা আপনার দরকার সেই লিঙ্কে ক্লিক করুন। 

৪. এ বার আপনার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিন। 

৫. রেজাল্টের একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন।