মহিলা পরীক্ষার্থীদের জামার হাতা কাটা হল


মুজফ্ফরপুর: বিহারের মুজফ্ফরপুর জেলায় এক অভিনব ঘটনা ঘটেছে৷ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে আসা মহিলা পরীক্ষার্থীদের নকল করা থেকে আটকানোর জন্য তাদের জামার হাতা কেটে দেওয়া হয়৷ কাঁচি ও ব্লেড দিয়ে তাদের জামার হাতা কেটে অর্ধেক করে দেওয়া হয়৷

মুজফ্ফরপুর জেলার শিক্ষা কর্মকর্তা ললন প্রসাদ সিং জানিয়েছেন একটি স্কুলে প্যারা মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় এই ঘটনা ঘটে৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ তিনি জানিয়েছেন ওই স্কুলটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে৷ এরপর ওই স্কুলে আর কোনও পরীক্ষার ব্যবস্থা করা হবেনা৷ স্কুলের পরীক্ষা অধীক্ষককে আজীবনকাল এই কাজের দায়িত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে৷

এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি৷ মহিলা পরীক্ষার্থীদের হেনস্থা করার অভিযোগও উঠেছে এই ঘটনার পর৷ পরীক্ষা থেক নকল করা আটকাতে ও কড়াকড়ি করতে এরকম সিদ্ধান্ত ও ঘটনার কথা শুনে চমকে গিয়sছেন সবাই৷ ছাত্রীদের মধ্যে উত্তেজনাও তৈরি হয় এর ফলে৷