প্রচারে ৪,৩৪৩ কোটি টাকা খরচ করেছে মোদী সরকারঃ আরটিআই


মুম্বই: ২০১৪ সালের মে-তে ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত প্রচারের জন্য ৪,৩৪৩ কোটি টাকা খরচ করেছে মোদী সরকার। তথ্যের অধিকার আইনে এক প্রশ্নের জবাবে এমনই জানাল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বলা হয়েছে, সংবাদপত্র ও পত্রিকা, বৈদ্যুতিন সংবাদমাধ্যমে বিজ্ঞাপন এবং হোর্ডিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারের জন্য এই টাকা খরচ হয়েছে।

তথ্যের অধিকার আন্দোলনকারী অনিল গলগলি প্রচারের জন্য মোদী সরকারের খরচের হিসেব চেয়েছিলেন। তাঁর প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ব্যুরো অফ আউটরিচ কমিউনিকেশনের আর্থিক বিষয়ক পরামর্শদাতা তপন সূত্রধর জানিয়েছেন, 'সংবাদপত্র ও পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও, ডিজিটাল মিডিয়া, এসএমএস, পোস্টার, ব্যানার, ডিজিটাল প্যানেল, হোর্ডিং, রেলের টিকিটের মাধ্যমে প্রচার করা হয়েছে। ২০১৪ সালের ১ জুন থেকে ২০১৭ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত সংবাদপত্র ও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য ১,৭৩২.১৫ কোটি টাকা খরচ হয়েছে। ২০১৪ সালের ১ জুন থেকে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার জন্য ২,০৭৯.৮৭ কোটি টাকা খরচ হয়েছে। ২০১৪ সালের জুন থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত পোস্টার-ব্যানারের মাধ্যমে প্রচারের জন্য ৫৩১.২৪ কোটি টাকা খরচ হয়েছে।'