পঞ্চায়েতে রাজ্য জুড়ে হিংসা, মৃত ১৩, তড়িঘড়ি রিপোর্ট তলব কেন্দ্রের


পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে যে হিংসার চিত্র সামনে এসেছে তাতে চিন্তার ভাঁজ কেন্দ্র সরকারের কপালে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে সব দল মিলিয়ে মোট ১৩ জন খুন হলেন একদিনে। তাতে শুধু বিরোধী দলের নয়, শাসক দলের লোকও রয়েছে।

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক বাংলায় পঞ্চায়েত ভোট নিয়ে হিংসার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। মোট ৭টি জেলায় ১৩জনের প্রাণ গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই সন্ত্রাসের চিত্র দেখা গিয়েছে। কোথাও ব্যালট বাক্স পুড়িয়ে, জল ঢেলে দেওয়া হয়েছে, কোথাও এজেন্টদের বার করে মারধর করা হয়েছে।

বুথের বাইরে বোমাবাজি থেকে শুরু করে মারধর সব ধরনের ঘটনাই ঘটেছে। এই সব মিলিয়ে রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। কেন্দ্র তাতে হস্তক্ষেপ করতে পারে না। তবে বারবার কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা বললেও রাজ্য তাতে রাজি হয়নি। উল্টে এক দফায় ভোট করানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে রাজি করিয়ে নেয়।

তারপর কীভাবে এতজনের প্রাণ গেল। রাজ্যকে তলব করা রিপোর্টে সেটাই জানতে চেয়েছে কেন্দ্র। এখন দেখার রাজ্য কী বক্তব্য জানায়।