আগামী বাজেটে জ্বালানির দাম বাড়ছে না


প্যারিস: টানা বিক্ষোভ- প্রতিবাদের জেরে পিছু হটছে সরকার। ফলে পরবর্তী বাজেটে জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসছে ফ্রান্স সরকার। প্রথমে ঠিক হয়েছিল, আগামী ছ'মাসের জন্য তা স্থগিত রেখে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে। কিন্তু বিক্ষোভ ও চাপের আঁট অনুভব করে প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ ঘোষণা করেছেন, ২০১৯ সালের নয়া বাজেট বিল থেকে জ্বালানিতে কর বসানোর বিষয়টি বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা বসারও বার্তা দেন৷

এমন সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর স্বাগত জানিয়েছেন প্রতিবাদকারীরা। তবে এত করেও এখন ক্ষোভের আঁচ পুরোপুরি নিভে যায়নি।কারণ এই বিক্ষোভকে এগিয়ে নিয়ে যেতে শ্রমিক ও কৃষক ও ছাত্র সংগঠন আগামী সপ্তাহে নতুন করে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে ৷
 
প্রসঙ্গত, জ্বালানির লাগামছাড়া দরবৃদ্ধির প্রতিবাদে বেশ কিছুদিন আগেই বিক্ষোভকারীরা পথে নেমেছিল ফ্রান্স। বিশেষত ডিজেলের উপর কর বসা নিয়ে রয়েছে ক্ষোভ। অন্য জ্বালানির তুলনায় ডিজেল সস্তা হওয়ায় অনেকটাই নির্ভরশীল এই জ্বালানীর উপর। যদিও মাকরঁ জানিয়েছিলেন,পরিবেশ দূষণ ঠেকাতে জ্বালানির দাম বাড়ান ছাড়া উপায় নেই৷

তারপরে প্রথমে বিক্ষোভ শান্তিপূর্ণ ভাবে এগোলেও পরে বিভিন্ন শহরে প্রতিবাদীরা যথেচ্ছ তাণ্ডব চালায়। পুড়িয়ে দেন অসংখ্য গাড়ি। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে চার জনের মৃত্যু হয়। একদিকে যেমন শুরু হয় ধড়পাকড়ও অন্যদিকে বিক্ষোভকারীদের মিছিল থেকে প্রেসিডেন্ট-বিরোধী স্লোগান উঠতে থাকে৷ পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় জরুরি অবস্থা জারির কথাও শোনা গিয়েছিল।