শনিবার কলকাতায় আসছেন অমিত শাহ


কলকাতা: একদিকে রথযাত্রা নিয়ে ধোঁয়াশা। বিজেপির রথ কবে বেরবে, তা স্থির হবে আদালতের রায়ের পর। এর মধ্যেই অমিত শাহের রাজ্য সফর নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে সেই ধোঁয়াশা কাটিয়ে শনিবারই কলকাতায় আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শুক্রবার সাংবাদিক বৈঠকেই একথা জানিয়েছেন অমিত শাহ।

রথযাত্রা নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের পরই জল্পনা তৈরি হয়েছিল। শুক্রবার কোচবিহার থেকে বিজেপির রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। সেখানে রয়েছে জনসভা। সেই সভায় উপস্থিত থাকার কথা ছিল অমিত শাহের।
 
কিন্তু হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর শুক্রবার অমিত শাহের সফর বাতিল হয়ে যায়। এদিন দুপুর ১টায় দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই জানান শনিবার আসবেন তিনি। তবে এদিন কলকাতায় এসে তিনি কোনও সভা করবে কিনা, তা স্পষ্ট নয়। তবে সফর বাতিল করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

রথযাত্রা শুরুতেই থেমে যাওয়া বিজেপির কাছে কার্যত একটা বড় ধাক্কা। শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়েছে এই মামলার শুনানি। শুনানিতে বিজেপির আইনজীবীর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন বিচারপতি।