এবার আকাশপথে খাবার ডেলিভারি করবে ZOMATO


নয়াদিল্লি: ঘুম থেকেই উঠেই সোজা অফিস। লাঞ্চ বানানোর সময় কোথায়। তাই 'জোমাটো' কিংবা' 'সুইগি'র মত ফুড ডেলিভারি সংস্থাগুলির জনপ্রিয়তা এখন তুঙ্গে। ‌লাঞ্চ কিংবা ডিনার, চটজলদি মুখের সামনে হাজির হয়ে যায় খাবার। শুধু মোবাইলের অ্যাপে টাচ করলেই হবে।

তব এবার আরও বেশি আকর্ষণীয় হচ্ছে সেই জোমাটোর সার্ভিস। কারণ বাইক নয়, ড্রোনে চেপে আসবে আপনার খাবার। হ্যাঁ, আকাশপথে সেই খাবার এসে পৌঁছবে বলে জানা গিয়েছে। ভারতের মেট্রো শহরগুলিতে এই পরিষেবা আনতে চলেছে এই সংস্থা।
 
সূত্রের খবর, লখনউয়ের TechEagle Innovations নামে এক সংস্থাকে বিশেষ ড্রোন বানাতে বলেছে জোমাটো। স্বাভাবিকভাবেই এই পদ্ধতি চালু হলে ডেলিভারি হবে অনেক তাড়াতড়ি।

কানপুর আইআইটির প্রাক্তন ছাত্র বিক্রম সিং মীনা তৈরি করেছিলেন এই TechEagle Innovations. ২০১৫-তে তৈরি হয় এটি। এই সংস্থার তৈরি ড্রোন পাঁচ কেজি পর্যন্ত ওজনের জিনিস বহন করতে পারে।

জোমাটোর কর্ণধার দীপেন্দ্র গোয়েল জানান, আকাশপথে ফুড ডেলিভারি এখন নিতান্তই প্রাথমিক পর্যায়ে। অদূর ভবিষ্যতে যাতে এইভাবে ফুড ডেলিভারি সম্ভব হয়, সেই চিন্তাভাবনাই চলছে। খুব তাড়াতাড়ি ভারতের ১০০টা শহরে ছড়িয়ে পড়ার লক্ষ্য স্থির করেছে সংস্থাটি। তাই, এইভাবে ফুড ডেলিভারি হলে জোমাটো সহজে আরও জনপ্রিয়তা পাবে।