রাজ্যের রাজস্ব ঘাটতি মেটাতে বাড়ানো হল কর! বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম


পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল কর্নাটকে। রাজ্যের কংগ্রেস ও জেডিএস জোট সরকার কর্নাটকে পেট্রোলের ওপর করের পরিমাণ বাড়িয়ে  করেছে ৩২ শতাংশ আর ডিজেলে ২১ শতাংশ। পেট্রোল ও ডিজেলের দাম কমার ফলে রাজ্যের রাজস্ব খাতে ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি মেটাতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

পেট্রোল ও ডিজেলের ওপর করের পরিমাণ বাড়ানোর আগে তা ছিল যথাক্রমে ২৮.৭৫ এবং ১৭.৭৩ শতাংশ। এই কর বৃদ্ধির ফলে পেট্রোল ও ডিজেলের লিটার পিছু  যথাক্রমে ১.১৪ টাকা এবং ১.১২ টাকা বাড়তি রোজগার হবে রাজ্য সরকারের।

পেট্রোল ও ডিজেলের দামে এই পরিবর্তন সত্ত্বেও পাশের রাজ্য থেকে কর্নাটকে দুই পেট্রোপণ্যের দাম কম।

এর আগে ২০১৭-র সেপ্টেম্বরে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে করের পরিমাণ লিটার পিছু কমানো হয়েছিল ২ টাকা করে। সেই সময় পেট্রোলে ৩২ শতাংশ থেকে কর কমে হয়েছিল ২৮.৭৫ শতাংশ এবং ডিজেলে ২১ শতাংশ থেকে ১৭.৭৩ শতাংশ।

এরপর ২০১৮-র ৫ অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের ওপর থেকে এক্সাইড ডিউটি কমায় লিটার পিছু ১.৫ টাকা করে। পাশাপাশি তেল কোম্পানিগুলি

লিটার পিছু ১ টাকা করে তেলের দাম কমিয়েছিল।