নির্বাচনের আগে ওডিশাবাসীকে ৪,৫০০কোটি প্রোজেক্টের উপহার মোদীর


ভুবনেশ্বর: লোকসভা নির্বাচন আসন্ন৷ শাসকদল থেকে বিরোধীশিবিরে চলছে তার প্রস্তুতি৷ তারইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন স্থান থেকে ভোটে দাঁড়াবেন সে নিয়েও জল্পনা তুঙ্গে৷ আর এই রাজনৈতিক জল্পনাকে ফের একবার উস্কে দিল মোদীর প্রোজেক্ট লঞ্চ৷ শনিবার ওডিশাতে প্রায় ৪,৫০০কোটির কেন্দ্রীয় সরকারি প্রোজেক্ট লঞ্চ করলেন প্রধানমন্ত্রী৷ লোকসভার নির্বাচনের পাশাপাশি ওডিশা বিধানসভা নির্বাচনও একইসঙ্গে চলবে বলে জানা গিয়েছে৷

দুসপ্তাহের মধ্যে ওডিশাতে এই নিয়ে মোদীর দ্বিতীয়বার সফর৷ গত ২৪ ডিসেম্বর ওডিশার খুরদা শহরের কাছে একটি জনসভায় এই প্রোজেক্ট লঞ্চের বিষয়ে ঘোষণা করেছিলেন৷ ওডিশাবাসীর জন্য নতুন বছরে উপহার হিসেবেই এই প্রোজেক্ট লঞ্চ করা হচ্ছে বলেও জানান তিনি৷

সেই সঙ্গে ২০১৯-এ রাজ্যের আরও উন্নতির কথাও বলেন তিনি৷ কেন্দ্রীয় সরকারের এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত সড়ক, পরিবহণ ব্যবস্থা, রেল, পেট্রোলিয়ম থেকে শুরু করে পাসপোর্ট সার্ভিস, পর্যটন প্রমুখ৷ এছাড়াও নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন থেকে বিভিন্ন পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেন৷

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে পুরী কেন্দ্র থেকে মোদী দাঁড়াবেন কিনা সেই জল্পনাকেউস্কে দেন বিজেপির এক বিধায়ক। এক সংবাদমাধ্যমে বিজেপি বিধায়ক প্রদীপ পুরোহিত বলেন, ওডিশার পুরী থেকেই ভোটে লড়বেন নরেন্দ্র মোদী। অন্তত ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওডিশার পার্টি কর্মীরাও চান যে তিনি এখান থেকে প্রার্থী হোন। দলের শীর্ষ নেতৃত্ব ও নরেন্দ্র মোদী সম্ভবত পুরী থেকেই প্রার্থী হতে আগ্রহী বলে দাবি করেছেন প্রদীপ পুরোহিত।

প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী লড়াই করেছিলেন দু'টি কেন্দ্র থেকে। একটি কেন্দ্র ছিল, তাঁর নিজের রাজ্য গুজরাতের বরোদা। আর দ্বিতীয়টি ছিল উত্তরপ্রদেশের বারাণসী। তবে এবার জোর রাজনৈতিক জল্পনা যে সবকিছু ঠিক থাকলে পুরী কেন্দ্র থেকেই লোকসভাতে দাঁড়াতে পারেন মোদী। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। তবে শেষ পর্যন্ত কোন কেন্দ্র থেকে মোদী দাঁড়াবেন সেটা সময়ই বলবে।