সবরিমালা আঁচে জ্বলছে কেরল, হামলা সিপিএম নেতাদের বাড়িতে, গ্রেফতার ১৪০০


সবরিমালা আঁচে কার্যত জ্বলছে কেরল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে সবরিমালা নিয়ে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে কার্যত গোটা কেরলে উত্তাপ ছড়িয়েছে। সবমিলিয়ে ১৪০০-র বেশি বিক্ষুব্ধকে গ্রেফতার করা হয়েছে। চারিদিকে চলছে কড়া পুলিশি নজরদারি। তার মধ্যেও জায়গায় জায়গায় বিক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে।

রবিবার কেরলে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে জানানো হয়েছে, মোদীর সফর বাতিল হয়েছে। এখান থেকেই দক্ষিণ ভারতে প্রথম নির্বাচনী প্রচার করার কথা ছিল প্রধানমন্ত্রীর।

বৃহস্পতিবারের কেরল বনধে ৯৯টি বাসে হামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে মোট ৮জন মহিলা সবরিমালায় প্রবেশ করেছেন। যদিও মন্দির সমিতি সেই দাবি উড়িয়ে দিয়েছে। এক শ্রীলঙ্কার মহিলাও সবরিমালায় ঢুকে আয়াপ্পা দর্শন করে গিয়েছেন বলে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে।

শুধু সিপিএম নেতাদের বাড়িই নয়, বিজেপি নেতাদের বাড়িতেও হামলা হয়েছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে মোট ৫০টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কন্নুর, কোঝিকোড়, পতনমতিত্তা জেলায় সবচেয়ে বেশি বিক্ষোভ চলছে। সবমিলিয়ে প্রায় হাজাক খানেক অভিযোগ দায়ের হয়েছে।