ঋণ শোধ করতে না পেরে একই পরিবারের ছ'জন আত্মঘাতী, চাঞ্চল্য এলাকায়


কৃষকরা শুধু উত্তর বা পশ্চিম ভারতেই নয়, দক্ষিণ ভারতেও সমানভাবে বিপদের মধ্যে রয়েছেন। অভিযোগ, ঋণ শোধ করতে না পেরে কর্ণাটকে একই পরিবারের ছয়জন আত্মঘাতী হয়েছেন। ঘটনাটি ঘটেছে সেরাজ্যের কোপ্পাল তালুকের মেটাগল গ্রামে।


শনিবার সকালের ঘটনা
শনিবার সকালে ঘটনাটি সামনে এসেছে। কোপ্পালের পুলিশ সুপার রেণুকা কে সুমুকর জানান, পরিবারে ছয়জন সদস্যই ছিলেন। স্বামী-স্ত্রী ও চার কন্যা সন্তান। সকলকেই বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
   

কোপ্পালের ঘটনা
পুলিশ জানিয়েছে, শেখরাইয়া বিদানল নামে এই কৃষককে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার আগে তিনি চার মেয়ে ও স্ত্রীকে বিষ খাইয়ে দেন।


শেষ ছয়টি প্রাণ
পুলিশ আত্মহত্যার কারণ নির্দিষ্ট করে কিছু না বললেও গ্রামবাসীদের দাবি ঋণ নিয়ে ভালো চাষ করতে না পারায় তা শোধ করতে পারেনি শেখারাইয়া (৪২)। ফলে দেনায় জড়িয়ে স্ত্রী জয়াম্মা (৩৭), বাসম্মা (২৩), গৌরাম্মা (২০), সাবিত্রী (১৮) ও পার্বতী (১৬)-কে বিষ দিয়ে কৃষক নিয়ে সিলিংয়ে ঝুলে পড়েছেন।