সুপার সানডে হকিতে মুখোমুখি ভারত-পাক


মাসকাট: মালয়েশিয়াকে পেনাল্টি শুট আউটে হারিয়ে পাকিস্তান পৌঁছে গিয়েছিল আগেই। জাপানকে হারিয়ে এবার এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। শনিবার মাসকাটে উত্তেজক সেমিফাইনালে জাপানকে ৩-২ গোলে হারিয়ে দুরন্ত জয় তুলে নেয় হরেন্দ্র সিংয়ের ছেলেরা। সেইসঙ্গে ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

গ্রুপ পর্বের ম্যাচে এই জাপানকেই ৯ গোলে হারিয়েছিল মেন ইন ব্লু। তবে শনিবার ওমানের মাটিতে এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের শেষ চারের লড়াই ততটা সহজ হল না হরমনপ্রীত সিং, ললিত উপাধ্যায়দের জন্য। প্রথম কোয়ার্টারে এদিন গোলের খাতা খুলতে পারেনি কোনও দলই। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই যদিও কাঙ্খিত গোল তুলে নিয়ে ম্যাচে লিড নেয় মনপ্রীত ব্রিগেড। দুরন্ত ফিনিশ করে সেমির লড়াইয়ে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড গুজরান্ত সিং। তবে সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। তিন মিনিট বাদেই গোল করে ম্যাচে সমতা ফেরান জাপানের ওয়াকুরি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই।

এরপর তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে ফের এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে বরুণ কুমারের নেওয়া শট প্রতিহত হয়ে ফিরে এলে ফিরতি শট জালে জড়িয়ে দেন চিংলেনসানা। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ভারতের হয়ে তৃতীয় গোল তরুণ তুর্কী দিলপ্রীত সিংয়ের। প্রতি ম্যাচেই নিজের জাত চেনাচ্ছেন প্রতিশ্রুতিমান এই ফরোয়ার্ড। এদিন ভারতের তৃতীয় গোলের ক্ষেত্রে দুরন্ত টার্নিংয়ে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করলেন তিনি। এর এক মিনিট বাদেই একটি গোলের ব্যবধান কমিয়ে ম্যাচে দুরন্ত কামব্যাক করে জাপান। কিন্তু শেষ অবধি তৃতীয় গোল তুলে এনে ম্যাচে সমতা ফেরানো হয়ে ওঠেনি তাদের। ফলে সেমিফাইনালে শেষ হাসি হাসে নীল জার্সিধারীরাই।

দিনের অপর সেমিফাইনালে এদিন মালয়েশিয়াকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। নির্ধারিত সময় ম্যাচের ফল অমিমাংসিত থাকায় পেনাল্টি শুট আউটে নিষ্পত্তি হয় ম্যাচের। সেখানে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে যায় পাক দল। সুতরাং সুপার সানডে'তে খেতাব নির্ণায়ক ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। ফাইনালে ভারতকে হারিয়ে গ্রুপ পর্বে হারের বদলা তারা নিতে পারে কিনা, এখন সেটাই দেখার।