‘বিরাট ১০৭, বাকি দশ মিলে ১২৭, অধিনায়ককে দেখেও তো শিখতে পারে!’

৪৩ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
ম্যাচের সেরা অ্যাশলি নার্স

অনেক দিন আগে বিরাট কোহালির এক সাংবাদিক বৈঠকের কথা মনে পড়ে যাচ্ছে। যেখানে কোহালি বলেছিলেন, ''এক জন সফল মানুষের জীবন খুব একঘেয়ে হয়ে যায়।'' ভুল কিছু বলেননি ভারত অধিনায়ক। সাফল্যের যে শৃঙ্গে তিনি পৌঁছেছেন, তার জন্য অনেক আত্মত্যাগ করতে হয়েছে কোহালিকে। জীবন হয়ে গিয়েছে রুটিনে বাঁধা। সকালে ওঠো, ব্রেকফাস্ট শেষ করো। তার পরে জিম, ট্রেনিং, লাঞ্চ। ফের ট্রেনিং, ডিনার, ঘুম। কতটা পরিশ্রম করলে, কতটা ফোকাসড থাকলে এই জায়গায় এক জন পৌঁছতে পারে, তা ভাবতেই অবাক লাগে। 

যে জন্য দুঃখটা আরও বেশি হচ্ছে। শনিবারেরটা ধরে টানা তিনটে ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করলেন কোহালি। যে রেকর্ড কোনও ভারতীয় ব্যাটসম্যানের নেই। টানা চারটে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড নিজের দখলে রেখেছেন কুমার সঙ্গকারা। কিন্তু কোহালির এই লড়াইয়ের দাম দিতে পারলেন না তাঁর সতীর্থরা।  বিশ্রাম থেকে ফিরে দুরন্ত বল করলেন যশপ্রীত বূমরাও। দশ ওভারে ৩৫ রানে চার উইকেট নিলেন। কিন্তু কিছুই কাজে এল না। পুণেতে তৃতীয় ওয়ান ডে ৪৩ রানে জিতে সিরিজ ১-১ করে দিলেন ক্যারিবিয়ানরা। 

অ্যাশলি নার্স ম্যাচের সেরা হলেও ওয়েস্ট ইন্ডিজের এই জয়ের পিছনে বড় ভূমিকা তিন নম্বরে নামা শেই হোপের। শিমরন হেটমায়ার বিধ্বংসী হতে পারেন, কিন্তু আমার কাছে ওয়েস্ট ইন্ডিজের সেরা ব্যাটসম্যানের নাম হোপ-ই। সোজা ব্যাটে খেলেন। একেবারে কপিবুক ক্রিকেট। ঠান্ডা মাথার ক্রিকেটার। এই ছেলেটা কিন্তু ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সম্পদ হতে চলেছেন। ভারতের সামনে ২৮৪ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কোহালি যতক্ষণ ছিলেন, মনে হচ্ছিল, জয় পেতে সমস্যা হবে না। কিন্তু অধিনায়ককে সাহায্য করার মতো শেষে কেউ ছিলেন না। ওপেনাররা ব্যর্থ হলেন। পরীক্ষার মুখে পড়া মি়ডল অর্ডার চাপ সামলাতেই পারল না। 

নিজেদের প্রতিষ্ঠিত করার একটা ভাল সুযোগ পেয়েও হারালেন অম্বাতি রায়ডু, ঋষভ পন্থরা। পন্থ টেস্ট ক্রিকেটে শুরুটা ভাল করেছিলেন। কিন্তু ওয়ান ডে-তে সুযোগটা কাজে লাগাতে পারছেন না। রায়ডুর ওয়ান ডে ক্রিকেটে প্রত্যাবর্তনটা ভাল হলেও এই সব ম্যাচে খেলতে না পারলে দৌড়ে পিছিয়ে পড়বেন। পন্থকেও স্বল্প সুযোগে জায়গা পাকা করতে হবে। উল্টো দিকে কোহালির মতো এক জন ব্যাটসম্যান খেলছেন, এর চেয়ে বড় প্রেরণা বাকিদের জন্য আর কী হতে পারে? অধিনায়াকের থেকে আর কবে শিখবেন এই ক্রিকেটারেরা? 

ভারতের মিডল অর্ডারে সমস্যা বাড়ছে মহেন্দ্র সিংহ ধোনির খারাপ ফর্মের জন্য। উইকেটের পিছনে দুরন্ত ধোনি হতাশ করছেন ব্যাট হাতে। এ দিনও করলেন। ধোনির সেই ব্যাটিং অনেক দিনই দেখা যায় না। হেলিকপ্টার শট, লংঅন, লংঅফে বল উড়িয়ে দেওয়া— এ সবই যেন হারিয়ে গিয়েছে ধোনির ব্যাট থেকে। ম্যাচ হারার পাশাপাশি এই ব্যাপারটাও চিন্তায় রাখবে ভারতকে।   

স্কোরকার্ড

ওয়েস্ট ইন্ডিজ                       ২৮৩-৯ (৫০)
ভারত                                    ২৪০ (৪৭.৪)


ওয়েস্ট ইন্ডিজ
পাওয়েল ক রোহিত বো বুমরা    ২১    •    ২৫
চন্দ্রপল ক ধোনি বো বুমরা            ১৫•২০ 
শেই হোপ বো বুমরা               ৯৫ • ১১৩
স্যামুয়েলস ক ধোনি বো খলিল           ৯•১৭ 
হেটমায়ার স্টা. ধোনি বো কুলদীপ  ৩৭•২১ 
রভম্যান ক রোহিত বো কুলদীপ       ৪•১৬
হোল্ডার ক (জাডেজা) বো ভুবনেশ্বর ৩২•৩৯
অ্যালেন ক ঋষভ বো চহাল         ৫•৭ 
অ্যাশলি নার্স এলবিডব্লিউ বো বুমরা  ৪০•২২
কেমার রোচ ন. আ.                        ১৫•১৯
ওবেদ ম্যাককয় ন. আ.                      ০•১
অতিরিক্ত              ১০
মোট    ২৮৩-৯ (৫০)
পতন: ১-২৫ (হেমরাজ, ৫.৫), ২-৩৮ (পাওয়েল, ৮.১), ৩-৫৫ (স্যামুয়েলস, ১৩.১), ৪-১১১ (হেটমায়ার, ১৯.৩), ৫-১২১ (রভম্যান, ২৩.৪), ৬-১৯৭ (হোল্ডার, ৩৮.৩), ৭-২১৭ (অ্যালেন, ৪১.৩), ৮-২২৭ (হোপ, ৪৩.৫), ৯-২৮৩ (নার্স, ৪৯.৫)।
বোলিং: ভুবনেশ্বর কুমার ১০-০-৭০-১, যশপ্রীত বুমরা ১০-১-৩৫-৪, খলিল আহমেদ ১০-০-৬৫-১, যুজবেন্দ্র চহাল ১০-১-৫৬-১, কুলদীপ যাদব ১০-০-৫২-২। 

ভারত
রোহিত শর্মা বো হোল্ডার            ৮    •    ৯
ধওয়ন এলবিডব্লিউ বো নার্স             ৩৫•৪৫
কোহালি বো স্যামুয়েলস       ১০৭ • ১১৯
অম্বাতি রায়ডু বো ম্যাককয়               ২২•২৭ ঋষভ পন্থ ক হোপ বো নার্স            ২৪•১৮ 
ধোনি ক হোপ বো হোল্ডার                 ৭•১১ ভুবনেশ্বর ক রভম্যান বো ম্যাককয়  ১০•১৭
কুলদীপ যাদব ন. আ.                ১৫•২১
চহাল ক (পল) বো রোচ                 ৩•৫ 
খলিল স্টা হোপ বো স্যামুয়েলস       ৩•১১ 
বুমরা ক হোল্ডার বো স্যামুয়েলস      ০•৩ 
অতিরিক্ত              ৬
মোট    ২৪০ (৪৭.৪)
পতন: ১-৯ (রোহিত, ১.৬), ২-৮৮ (ধওয়ন, ১৭.২), ৩-১৩৫ (রায়ডু, ২৫.৪), ৪-১৭২ (পন্থ, ৩১.১), ৫-১৯৪ (ধোনি, ৩৫.৫), ৬-২১৫ (ভুবনেশ্বর, ৪০.২), ৭-২২০ (কোহালি, ৪১.৩), ৮-২২৫ (চহাল, ৪২.৬), ৯-২৩৭ (খলিল, ৪৫.৬), ১০-২৪০ (বুমরা, ৪৭.৪)।
বোলিং: কেমার রোচ ১০-০-৪৮-১, জেসন হোল্ডার ৯-০-৪৬-২, ওবেদ ম্যাককয় ৫-০-৩৮-২, অ্যাশলি নার্স ১০-০-৪৩-২, ফ্যাবিয়েন অ্যালেন ১০-০-৫২-০, মার্লন স্যামুয়েলস ৩.৪-১-১২-৩।