ফের এক লাফে বাড়ল দাম, পেট্রল-ডিজেলে এবার পুড়বে হাত


মুম্বই: রবিবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম৷ দিল্লিতে পেট্রল লিটার প্রতি ১৭ পয়সা বেড়ে ৮২.৬১টাকা হয়েছে এবং ডিজেল লিটার প্রতি ১০ পয়সা বেড়ে ৭৩.৯৭টাকা হয়েছে৷ অন্যদিকে মুম্বিয়ে ৯০-এর দিকে আরও কিছুটা এগিয়ে গেল এই দাম৷ মুম্বিয়ে প্রতি লিটার পেট্রল ৮৯.৯৭টাকা এবং ডিজেল ৭৮.৫৩টাকা হয়েছে৷

শনিবারও একই ছবি দেখা যায় কলকাতা, মুম্বই, দিল্লি-সহ বিভিন্ন জায়গায়৷ এদিনও পেট্রলের দাম বেড়েছিল৷ ডিজেলের মূল্যের ক্ষেত্রেও আসেনি বদল৷ শনিবার পেট্রলের দাম প্রতি লিটারে ১১ পয়সা বেড়েছিল গতকাল৷ ক্রমেই ঊর্ধ্বমুখী পেট্রল, ডিজেলের মূল্যে কপালে চিন্তার ভাঁজ আমজনতার৷

গতকাল এই দাম ছিল, কলকাতায়- পেট্রল লিটার প্রতি ৮৪.২৭ টাকায় দাঁড়িয়েছে৷ ডিজেলের মূল্য লিটার প্রতি ৭৫.৭২ টাকা৷ শুক্রবার মহানগরে পেট্রল পাওয়া গিয়েছিল লিটার প্রতি ৮৪.১৬ টাকায়৷ তবে ডিজেলের দামে কোনও হেরফের হয়নি৷ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮২.৪৪ টাকা প্রতি লিটার৷ তবে ডিজেলের দামে কোনও হেরফের না হওয়ায় দাম রয়েছে লিটার প্রতি ৭৩.৮৭ টাকা৷

বানিজ্যনগরী মুম্বইয়ে শনিবার পেট্রলের দাম প্রায় ৯০ টাকার কাছাকাছি৷ লিটার প্রতি ৮৯.৮০ টাকা৷ অন্যদিকে ডিজেলের দাম ৭৮.৪২ টাকা প্রতি লিটারে৷ অন্যদিকে চেন্নাইয়ে পেট্রলের দাম ৮৫.৬৯ টাকা প্রতি লিটারে৷ ডিজেল ৭৮.১০ টাকা৷