ভারতে Galaxy J4+ আর Galaxy J6+ লঞ্চ করল Samsung: দাম ও স্পেসিফিকেশান


হাইলাইট
ভারতে Galaxy J4+ আর Galaxy J6+ ফোন দুটি লঞ্চ করল Samsung

Samsung Galaxy J4+ এর দাম 10,990 টাকা

Galaxy J6+ এর দাম 15,990 টাকা


শনিবার ভারতে Galaxy J4+ আর Galaxy J6+ ফোন দুটি লঞ্চ করল Samsung। এই সপ্তাহেই অন্যান্য দেশে এই দুটি ফোন লঞ্চ লঞ্চ করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই দুটিফোনে রয়েছে 6 ইঞ্চি 18.5:9 ইনফিনিটি ডিসপ্লে আর 3,300 mAh ব্যাটারি। দুটি ফোনেই ব্যবহার হয়েছে Snapdragon 425 চিপসেট। এছাড়া এই দুই ফোনের বাকি স্পেসিফিকেশান অনেকটা আলাদা। এছাড়াও দুটি ফোনেই থাকবে Dolby Atom অডিও টেকনোলজি।

22 টি প্রাদেশিক ভাষা সাপোর্ট করবে এই দুই ফোন। প্রসঙ্গত ভারতে Samsung এর সবথেকে জনপ্রিয় ফোন J সিরিজের ফোনগুলি। ভারতে মোট বিক্রি হওয়া স্মার্টফোনের এক তৃতীয়াংশ Samsung J সিরিজের ফোন।

ভারতে Samsung Galaxy J4+ ও Galaxy J6+ এর দাম

ভারতে Samsung Galaxy J4+ এর দাম 10,990 টাকা। কালো, নীল ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। অন্যদিকে Galaxy J6+ এর দাম 15,990 টাকা। নীল, কালো ও লাল রঙে পাওয়া যাবে Samsung Galaxy J6+।

অনলাইন স্টোর ও কোম্পানির সব রিটেল আউটলেটে পাওয়া যাবে Samsung Galaxy J4+ আর Galaxy J6+। আগামী 25 সেপ্টেম্বর থেকে এই ফোন বিক্রি শুরু হবে। 11 নভেম্বরের আগে এই ফোন কিনলে একবার বিনামূল্যে ফোনের স্ক্রিন বদল করে দেবে Samsung।

Samsung Galaxy J4+ স্পেসিফিকেসান

Samsung Galaxy J4+ ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Galaxy J4+ এ রয়েছে একটি 6 ইঞ্চি 18.5:9 ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি অজানা কোয়াডকোর প্রসেসার, 2GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Galaxy J4+ ফোনে রয়েছে 13MP রিয়ার ক্যামেরা সাথে  রয়েছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Samsung Galaxy J4+ ফোনে থাকবে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS, GLONASS, NFC আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3,300 mAh ব্যাটারি।

Samsung Galaxy J6+ স্পেসিফিকেসান

Samsung Galaxy J6+ ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Galaxy J6+ এ রয়েছে একটি 6 ইঞ্চি 18.5:9 ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি অজানা কোয়াডকোর প্রসেসার, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Galaxy J6+ ফোনে রয়েছে 13MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সাথে  রয়েছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Samsung Galaxy J6+ ফোনে থাকবে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS, GLONASS, NFC আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3,300 mAh ব্যাটারি।