অন্ধ্রে টিডিপি বিধায়ক-সহ দু’জনকে গুলি করে মারল মাওবাদীরা

নিহত বিধায়ক কিদারি সর্বেশ্বর রাও।

অন্ধ্রপ্রদেশের এক বিধায়ক সহ তেলুগু দেশমের এক নেতাকে গুলি করে খুন করা হল। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে মাওবাদী গেরিলাদের হাতেই খুন হয়েছেন এই দুই নেতা। ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম থেকে ১২৫ কিলোমিটার দূরে থুটাঙ্গি গ্রামে। নিহত তেলগু দেশম বিধায়কের নাম কিদারি সর্বেশ্বর রাও। তিনি আরাকুর বিধায়ক। তাঁর সঙ্গে খুন হয়েছেন প্রাক্তন বিধায়ক সিবেরি সোমা।
প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বিধানসভা ক্ষেত্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সর্বেশ্বর রাও এবং সিবেরি সোমা। প্রায় ৫০ জনের একটি মাওবাদী গেরিলা দল তাঁদেরকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে।বিধায়কের নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালেও মাওবাদীরা সংখ্যায় বেসি থাকায় বিধায়ক এবং প্রাক্তন বিধায়ককে রক্ষা করতে পারেননি তাঁরা।এর আগেও মাওবাদীরা বিভিন্ন সময় তাদের বিবৃতিতে জানিয়েছিল, সর্বেশ্বর তাদের হিটলিস্টে রয়েছেন। ঘটনার পরই মাওবাদী দমনে বিশেষ ভাবে প্রশিক্ষিত গ্রেহাউন্ড বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।