বেআইনি পাথর খাদানে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১৩


বীরভূমের মহম্মদবাজারের কাছে ঝাড়খণ্ড সীমান্তে শিকারীপাড়ায় বেআইনি পাথর খাদানে বিস্ফোরণে মৃত্যু হল ১৩ জনের। ঘটনাস্থল থেকে উদ্ধার ৫টি দেহ। বাকি দেহ সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার সন্ধ্যায় বেআইনি পাথর খাদান থেকে বিস্ফোরক সরানোর কাজ চলাকালীন বিস্ফোরণ হয়। ঘটনায় এক খাদান মালিক-সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

আদিবাসী সংগঠনের দাবি, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন বেআইনি পাথর খাদানের কাজ চলছে। গ্রিন বেঞ্চের নির্দেশ থাকা সত্ত্বেও গরিব মানুষকে টাকার লোভ দেখিয়ে ওই খাদানে কাজ করায় খাদান মালিকরা। প্রচুর বিস্ফোরক মজুত ছিল বলে খবর। 

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ঝাড়খণ্ড ও বীরভূমের গ্রামের গরিব মানুষদের দিয়ে বিস্ফোরক সরানোর কাজ চলছিল পাথর খাদানে। আহতদের মধ্যে কয়েকজনকে রামপুরহাট হাসপাতালে ও কয়েকজনকে ঝাড়খণ্ডে হাসপাতালে ভর্তি করা হয়েছে।