স্বর্ণঋণ শোধ করার পর নকল গয়না ধরাল ব্যাঙ্ক!


সোনার গয়না বন্ধক দিয়ে ঋণ নিয়েছিলেন ব্যাঙ্ক থেকে। ঋণ শোধ করার পর ফেরত পেলেন নকল গয়না। ঘটনাটি ঘটেছে ICICI ব্যাঙ্কের দিল্লির সকেত শাখায়। মহিলার অভিযোগ, ব্যাঙ্ক তাঁকে জোর করে ওই নকল গয়না দেওয়ার চেষ্টা করছিল। ICICI ব্যাঙ্কের বিরুদ্ধে FIR দায়ের করেছেন তিনি। 

মানসী সিং নামে দক্ষিণ দিল্লির বাসিন্দা জানিয়েছেন, ৪০ লক্ষ টাকার সোনার গয়না বন্ধক রেখে তিনি ১৪ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। গত ৩ মার্চ তিনি সুদ-সহ ঋণের টাকা ফেরত দিয়ে গয়না ফেরত নিতে ব্যাঙ্কে যান। ঋণ শোধের পর তাঁকে যে গয়নাগুলি দেওয়া হয়, দেখা যায় সেগুলি সব নকল। ব্যাঙ্ককে জানাতে, রীতিমতো হুমকি দিয়ে মানসীকে গয়নাগুলি নিতে জোর করা হয়। 
মানসীর কথায়, 'আমি ১২ মাসের জন্য ঋণ নিয়েছিলাম গয়না বন্ধক রেখে। গয়নার মূল্য ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। ব্যাঙ্ক আমায় খন ফেরত দিল, দেখলাম, সব নকল।' তিনি জানিয়েছেন, ব্যাঙ্ক প্রথমে চাপ দিলেও, পরে জানায়, তারা তদন্ত করবে। কিন্তু কিছুই করেনি। তাই পুলিশে অভিযোগ দায়ের করেছি।