হাওড়া স্টেশনের সাবওয়েতে অভিনেত্রীর শ্লীলতাহানি, ধৃত এক


হাওড়া স্টেশনে বাংলা সিরিয়ালের এক অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। বুধবার রাত পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনের সাবওয়েতে।

হাওড়া জিআরপি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। জিআরপি সূত্রের খবর, ধৃতের নাম পাপ্পু সোনকার। সে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা। ঘটনার সময় পাপ্পু মদ্যপ ছিল।

কী হয়েছিল?
বছর তেইশের ওই অভিনেত্রীর বাড়ি হুগলির ভদ্রেশ্বরে। কলকাতায় এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। তিনি জানান, গাড়ি খারাপ হয়ে যাওয়ায় ভদ্রেশ্বর থেকে লোকাল ট্রেনে চেপে হাওড়ায় পৌঁছন। কলকাতা অভিমুখী বাস ধরার জন্য সাবওয়ে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে। অভিযোগ, সাবওয়ে দিয়ে তিনি যখন হাঁটছিলেন, সে সময় ৩-৪ জন ব্যক্তি তাঁর দিকে এগিয়ে আসে। তাদের মধ্যেই এক জন তাঁর শ্লীলতাহানি করে।

অভিনেত্রী আরও জানান, ওই লোকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে তার হাত ধরে ফেলেন তিনি। বলেন, "হাত ছাড়ানোর চেষ্টা করছিল ওই লোকটি। আমি সাহায্যের জন্য চিৎকার করি। ঘটনাস্থলে উপস্থিত আমার থেকে বয়সে ছোট কয়েক জন ছেলে এগিয়ে আসে। তাঁরাই ওই লোকটিকে ধরে ফেলেন।" তার পর অভিযুক্তকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়।