এবার মোবাইল ব্রাউজ়ার থেকেও করা যাবে হোয়াটসঅ্যাপ


অনেকসময় হোয়াটসঅ্যাপ খুলে মেসেজ করা সম্ভব হয় না। মোবাইল ডেটা শেষ হয়ে যাওয়া বা ওয়েব অ্যাকসেস না থাকলে সমস্যায় পড়তে হয়। কিন্তু এবার সংস্থার তরফে আনা হল এক বিশেষ পরিষেবা। যার মাধ্যমে ফোনের ব্রাউজ়ার থেকেও পাঠানো যাবে মেসেজ।

সম্প্রতি সংস্থার তরফে একটি ডোমেন খোলা হয়। www.wa.me নামে সেই ওয়েবসাইটে গেলে করা যাবে ব্রাউজ়ার থেকে মেসেজ। WAbeta Info-র মতে api.whatsapp.com লিঙ্কের শর্ট লিঙ্ক হল wa.me


কীভাবে মোবাইলের ব্রাউজ়ার থেকে মেসেজ করা যাবে? 

যে মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে সেই মোবাইলে ব্রাউজ়ার খুলুন। সেখান থেকে অ্যাড্রেসবারে গিয়ে https://wa.me/(ফোন নম্বর) টাইপ করুন। যাকে মেসেজ পাঠাবেন তার ফোন নম্বরটি দিন। (STD কোড সমেত নম্বরটি এন্টার করুন)। এরপর সেই ব্যক্তির চ্যাটবক্স খুলে যাবে। সেখান থেকে পাঠানো যাবে মেসেজ।