সেক্স অ্যাডিক্ট কিশোরীর কোন ‘চিকিৎসা’ করল নেশামুক্তি কেন্দ্র, উত্তাল বেহালা


মেয়েটি সেক্স অ্যাডিকশনে ভুগছিল বলে জানা গিয়েছে। চিকিৎসার কারণে তাকে সেখানে থেকে যেতে হয়।

রক্ষকই ভক্ষক— এই প্রবাদেও আমরা অভ্যস্ত আজ। কিন্তু চিকিৎসার জন্য আগত রোগীর অসুখকে মূলধন করেই 'ভক্ষণ'-এর উদাহরণ বিরল। কিন্তু, এই বিরল ঘটনাতেও শিরোনামে উঠেএল কলকাতা। বেহালার এক নেশা পুনর্বাসন কেন্দ্রে সেক্স অ্যাডিকশনের কারণে চিকিৎসিত হতে আসা ১৫ বছরের এক কিশোরীকে তিন মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠল ওই পুনর্বাসন কেন্দ্রের মালিকের বিরুদ্ধে।

কলকাতার বেহালা মুচিপাড়া সুরক্ষা ফাউন্ডেশেন নেশা মুক্তি কেন্দ্রে ওই কিশোরী ভর্তি হয়েছিল তিন মাস আগে। মেয়েটি সেক্স অ্যাডিকশনে ভুগছিল বলে জানা গিয়েছে। চিকিৎসার কারণে তাকে সেখানে থেকে যেতে হয়। আর এরই সুযোগ নিয়ে কিশোরীকে তিন মাস ধরে লাগাতার ধর্ষণ করে গিয়েছে ওই হোমের মালিক সঞ্জয় পাল— বেহালা থানায় এমন অভিযোগই দায়ের করেছেন মেয়েটির পরিবারের লোকজন। 

অভিষোগ পেয়েই তৎপর হয় বেহালা থানার পুলিশ। মেয়েটিকে হোম থেকে উদ্ধার করা হয় এবং হোমের মালিক, অভিযুক্ত সঞ্জয় পালকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ।