নির্দিষ্ট কিছু মানুষের কাছে হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি লুকিয়ে রাখবেন কীভাবে?


ভারত তথা বিশ্বে সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সারা বিশ্বের কয়েকশো কোটি গ্রাহক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ইউরোপ ও এশিয়ার দুই একটি দেশ বাদ দিলে বিশ্বের প্রয় সব দেশের এক নম্বর মেসেজিং সার্ভিস এটি। গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপে একের পর এক নতুন ফিচার যোগ হয়েছে। ব্যক্তিগত সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপ টু-স্টেপ-ভেরিফিকেশান, স্ট্যাটাস হাইড, প্রোফাইল ছবি হাইড করার মতো ফিচার নিয়ে এসেছে।

তবে এতদিন নির্দিষ্ট কোন ব্যক্তর হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি হাইড করা যেত না। কিন্তু অনেক সময়েই আমরা নির্দিষ্ট কিছু মানুষের কাচভহ থেকে প্রোফাইল ছবি লুকিয়ে রাখতে চাই। এই কাজ করার জন্য এতদিন সেই মানুষটিকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিতে হত। এবার ব্লক না করেই নির্বাচিত মানুষের কাছে নিজের হোয়াটসঅ্যাপ প্রোফগাইল ছবি লুকিয়ে রাখা যাবে।

কোন ব্যাক্তিকে হোয়াটসঅ্যাপে ব্লক না করেই তার কাছে নিজের প্রোফাইল ছবি লুকিয়ে রাখতে চাইলে এই পদ্ধতি অনুসরন করুন।

যা প্রয়োজন
নিজের ফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সান ডাউনলোড করুন। অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে লেটেস্ট ভার্সান ডাউনলোড করতে পারবেন।


প্রথম ধাপঃ যে ব্যাক্তির কাছে নিজের প্রোফাইল ছবি ডিলিট করতে চান সেই ব্যাক্তির ফোন নম্বর নিজের ফোনের কনট্যাক্ট থেকে ডিলিট করুন।

স্টেপ ১। শুরুতে কনট্যাক্ট ওপেন করুন

স্টেপ ২। কনট্যাক্ট সিলেক্ট করুন

স্টেপ ৩। কনট্যাক্ট ডিলিট করুন।


দ্বিতীয় ধাপঃ হোয়াটসঅ্যাপে প্রাইভেসি
সেটিংস বদল করুন

স্টেপ ১। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন

স্টেপ ২। ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করুন।

স্টেপ ৩। 'সেটিংস' থেকে 'অ্যাকাউন্ট' সিলেক্ট করুন।

স্টেপ ৪। এবার 'প্রাইভেসি' সিলেক্ট করুন।

স্টেপ ৫। 'প্রোফাইল ফটো' সিলেক্ট করে 'মাই কনট্যাক্ট' সিলেক্ট করুন।