ফিট টু ফ্লাই শংসাপত্র সত্ত্বেও বিমানে ওঠার আগেই মৃত কিশোর


চিকিৎসকরা '‌ফিট টু ফ্লাই'‌, শংসাপত্র দিয়ে দিয়েছিলেন। সেজন্য ছেলেকে নির্ভয়ে সুচিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যাচ্ছিলেন এক দম্পতি। কিন্তু বিমানে ওঠার আগে বিমানবন্দরেই মৃত্যু হল অসুস্থ এক কিশোরের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে দমদম বিমানবন্দরে। বেশ কিছু দিন ধরেই কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই কিশোরের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে তার বাবা, মা বেঙ্গালুরু নিয়ে যেতে উদ্যোগী হন। সেই মতো চিকিৎসকের সঙ্গে কথা বললে তিনি গুরুতর ওই কিশোরকে '‌ফিট টু ফ্লাই'‌ বা '‌বিমানে চড়ে যেতে সক্ষম', এমন শংসাপত্রও লিখে দেন। এরপর এদিন সকালে একটি বেসরকারি বিমানে যখন ওই কিশোরকে ওঠানো হচ্ছিল, তখনই গ্রাউন্ড স্টাফরা লক্ষ্য করেন কিশোরের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। কিশোরের বাবা, মা তাঁদের চিকিৎসকদের দেওয়া '‌ফিট টু ফ্লাই' শংসাপত্র দেখালেও গ্রাউন্ড স্টাফরা বিমানবন্দরের চিকিৎসকের কাছে কিশোরকে নিয়ে যান। তিনি কিশোরকে অবিলম্বে অন্য হাসপাতে নিয়ে যেতে বলেন। সেখানে নিয়ে গেলে কিশোরকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় ওই চিকিৎসকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।