মিরিকে খাদে বাস পড়ে আহত ২০ পড়ুয়া সহ শিক্ষক


দার্জিলিং: পাহাড়ের খাদে দুটি বাস পড়ে গিয়ে আহত হয় ২০ জন পড়ুয়া সহ শিক্ষক৷ ঘটনাটি ঘটেছে মিরিকের গয়াবাড়ির কাছে৷ মুম্বাই থেকে শিক্ষামূলক ভ্রমণে দার্জিলিং এসেছিল কয়েকজন পড়ুয়া ও শিক্ষক৷

জানা গিয়েছে, কয়েক দিন আগে শিক্ষামূলক ভ্রমণের জন্য মুম্বাইয়ের একটি কলেজের কিছু ছাত্রছাত্রী ও শিক্ষকরা দার্জিলিং গিয়েছিল৷ তাঁদের তিনটি বাস পরপর পাহাড় ঘুরে নামছিল৷ তখনই তৃতীয় বাসটি দ্বিতীয় বাসটিকে ধাক্কা মারে৷ ফলে প্রথম ও দ্বিতীয় বাস দুটি পাহাড়ের খাদে পড়ে যায়৷

প্রথম বাসটি প্রায় ৩০ ফুট নিচে পড়ে একটি বাঁশঝাড়ে আটকে যায়৷ আর তৃতীয় বাসটি প্রায় ১৫০ ফুট নিচে পড়ে যায়৷ এলাকাটি জঙ্গলে ঘেরা হওয়ায় মানুষের যাতায়াত কম৷ আর তাছাড়া ফোনে টাওয়ার না পাওয়া ছাত্রছাত্রী বা শিক্ষকরা কেউ কারোর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিল না৷ তাই তাঁরা ওই অবস্থায় দীর্ঘক্ষণ খাদে আটকা পড়ে থাকে৷ অবশেষে কোনওভাবে স্থানীয়রা খবর পেয় তাঁদের উদ্ধারের জন্য এগিয়ে আসে৷ তাঁরাই খবর দেয় পুলিশকে৷

স্থানীয়দের প্রচেষ্টায় শুরু হয় উদ্ধারকার্য৷ একে একে পড়ুয়া ও শিক্ষকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ দীর্ঘক্ষণ ধরে চলে এই উদ্ধারকার্য৷ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়৷ আর যাদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে৷