‌‌বজবজ শাখায় ৪০ ঘণ্টা বন্ধ ট্রেন

শিয়ালদহ–বজবজ শাখায় আগামী ৪০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। লোকাল এবং মালগাড়ি দুটোই বন্ধ থাকবে। রেল সূত্রে খবর, ভেঙে পড়া মাঝেরহাট সেতুর সিগন্যালিং ব্যবস্থা মেরামতির কাজের জন্যই বন্ধ রাখা হবে পরিষেবা। শনিবার দুপুর দুটো থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৪০ ঘণ্টা শিয়ালদা–বজবজ শায়ায় চলবে না কোনও লোকাল এবং মালগাড়ি। ওই শাখায় কোনও দূরপাল্লার গাড়ি চলাচল করে না। শুধুই বজবজ শাখার লোকাল এবং মালগাড়ি।

তাই চাপ বাড়বে নিত্যযাত্রীদের। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত, গত বছর ৪ সেপ্টেম্বর বিকেল ৪.‌৪৫ মিনিট নাগাদ মাঝেরহাট সেতু ভেঙে মৃত্যু হয়েছিল তিনজনের। জখম হয়েছিলেন কমপক্ষে ২৫ জন। মোমিনপুর থেকে তারাতলাগামী ৪০ বছরের পুরনো ওই সেতুর একাংশ বিকেলের ব্যস্ত সময়ে আলিপুরের কাছে রেললাইনের উপর ভেঙে পড়েছিল। সৌভাগ্যবশত সেসময় সেখান দিয়ে কোনও ট্রেন না যাওয়ায় বড় দুর্ঘটনা ঘটেনি। মাসখানেক পর বিকল্প পথ হিসেবে বেইলি সেতু রাজ্য সরকারের উদ্যোগে খুলে দেওয়া হয়।