ব্রিগেড লাইভ: ভোর থেকেই ব্রিগেডমুখী তৃণমূলের কর্মী-সমর্থকরা


আজ, শনিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ। সকাল ১০টার মধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমর্থকদের ঢুকে যেতে অনুরোধ জানানো হয়েছে দলের পক্ষ থেকে। তাই সকাল সকাল রাজ্যের নানা প্রান্ত থেকে দলের কর্মী-সমর্থকরা একে একে হাজির হতে শুরু করেছেন। দূর-দূরান্ত থেকে আসা অনেক কর্মী-সমর্থক শুক্রবার রাতেই শহরে পৌঁছে গিয়েছেন।
হাওড়া ও শিয়ালদহ থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকেও একে একে মিছিল আসতে শুরু করেছে। হাওড়া থেকে ব্রাবোর্ন রোড, টি-বোর্ড হয়ে মিছিল যাবে ব্রিগেডে। অন্য দিকে, শিয়ালদহ থেকে যে মিছিলগুলি আসবে সেগুলো মৌলালি ও এসএন ব্যানার্জি রোড হয়ে ব্রিগেডে পৌঁছবে। এ ছাড়া মিছিল আসবে হাজরা, খিদিরপুর এবং শ্যামবাজার থেকে।

সমাবেশকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেডের আশপাশে থাকা সমস্ত বহুতল থেকে নজর রাখছে কম্যান্ডো বাহিনী। মিছিল, যান চলাচল কোন পথে হবে তা নিয়ন্ত্রণ করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মিছিলে আসা গাড়ি রাখার জন্য ইডেন, বাবুঘাট, হেস্টিংস-এর আশপাশে পার্কিংয়ের বন্দোবস্ত করা হয়েছে। 

• এজেসি বোস রোডের একাংশ নো পার্কিং জোন নির্দিষ্ট করেছে পুলিশ। 

• মিছিলের জন্য বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

• যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকে শহরের নানা প্রান্তে পুলিশের শীর্ষ কর্তারা। 

• মিছিলের কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যান নিয়ন্ত্রণ।

• ব্রিগেডের পথে ভোর থেকে একের পর এক মিছিল।

• ভোর চারটে থেকে পণ্যবাহী যান চলাচলের উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। 

• হাওড়া-শিয়ালদহ-শ্যামবাজারে তৃণমূল সমর্থকদের জমায়েত।

• হাওড়া-শিয়ালদহ স্টেশনে ভোরের ট্রেনেই বহু তৃণমূল কর্মী-সমর্থকরা চলে এসেছেন।