‌কলোম্বিয়ার পুলিস অ্যাকাডেমিতে গাড়িবোমা বিস্ফোরণ


কলোম্বিয়ার রাজধানী বোগোটায় পুলিস অ্যাকাডেমিতে গাড়িবোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ২১ জন। গত ১৬ বছরে বোগোটায় এটাই সব থেকে ভয়ঙ্কর নাশকতা বলে জানাচ্ছে প্রশাসন। কলোম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, স্থানীয় সময় বৃহস্পতিবার বোগোটার জেনারেল স্যানট্যান্ডার পুলিস স্কুলের সামনে প্রায় ৮০ কেজি বিস্ফোরক বোঝাই ট্রাক উড়িয়ে দেয় এক আত্মঘাতী জঙ্গি। শুক্রবার কলোম্বিয়া পুলিস বিবৃতি দিয়ে জানিয়েছে, ২১ জনের মৃত্যু হয়েছে এবং জখম কমপক্ষে ৬৮ জন। তবে আঘাত গুরুতর না হওয়ায় তাঁদের মধ্যে ৫৮ জনকে এদিন ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। ঘটনার পর থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সম্পূর্ণ এলাকা।

পুলিস কুকুর দিয়ে চলছে তল্লাশি। এখনও কেউ ধরা পড়েনি। শুক্রবার সকালেও মৃতদের পরিজন–বন্ধুদের ভিড় করতে দেখা যায় অ্যাকাডেমির সামনে। কফিনবন্দি সহকর্মীদের দেখে চোখের জল চেপে রাখতে পারেননি পুলিসকর্মীরাও। তবে পুলিস অ্যাকাডেমির মতো কড়া নিরাপত্তায় ঢাকা এলাকায় এভাবে জঙ্গি হামলার ঘটনায় বিরোধীরা তীব্র কটাক্ষ করেছে প্রশাসনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। বৃহস্পতিবার থেকেই তিন দিনের রাষ্ট্রীয়শোক ঘোষণা করেছে কলোম্বিয়া সরকার। প্রেসিডেন্ট ইভান দুকিউ শহরে আসাযাওয়ার সব রাস্তা এবং সীমানা সিল করে দিয়ে হামলার পিছনের মূল চক্রীদের ধরতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপনও করেছেন প্রেসিডেন্ট। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।