৩ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে BSNL কর্মীরা


তৃতীয় বেতন সংশোধনী এখনও কার্যকর না-হওয়ায়, অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে যাচ্ছেন ভারত সঞ্চার নিগম লিমিটেডের কর্মীরা। ৩ ডিসেম্বর থেকে এই ধর্মঘট শুরু হবে। 

গত ২৮ নভেম্বর কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী মনোজ সিনহাকে লেখা এক চিঠিতে এ নিয়ে ইউনিয়নের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়। টেলিকম সেক্টরেরই অন্য কর্মীদের সঙ্গে তাদের বেতন কাঠামোর ফারকও তুলে ধরেন ইউনিয়নের নেতারা।

নন-এগজিকিউটিভ ও এগজিকিউটিভ মিলিয়ে প্রতিমাসে বিএসএনএলের কয়েক হাজার কর্মী অবসর নিচ্ছেন। অভিযোগ, বেতনের তৃতীয় সংশোধনীর তাঁরা সুযোগ পাননি। উপরন্তু, ভবিষ্যতে যে টাকা মিলবে, এমন আশ্বাসটুকুও মেলেনি। এ ছাড়া, পেনশনের বর্ধিত হার নিয়েও তাঁদের অনুযোগ রয়েছে।

ইউনিয়নের আরও অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে বিএসএনএলকে ফোর-জি স্পেকট্রাম দিতে দেরি করা হচ্ছে।