মহাকুম্ভের আয়োজনে মোদীর কাছে ₹৪৫৭০ কোটি চাইল উত্তরাখণ্ড সরকার


মহাকুম্ভ মেলা আয়োজনের ব্যবস্থা করতে কেন্দ্রের কাছে এককালীন ৪৫৭০ কোটি টাকা চেয়ে পাঠাল উত্তরাখণ্ড সরকার। হাতে এখন দু-বছরেরও বেশি সময় রয়েছে। ২০২১ সালে মহাকুম্ভের মেলা। তারই সলতে পাকানো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 

মহাকুম্ভের মেলার পরিকাঠামো-সহ প্রয়োজনীয় বন্দোবস্ত আগাম শেষ করে ফেলতে ইচ্ছুক উত্তরাখণ্ড সরকার। প্রাথমিক হিসেবে খরচ ধরা হয়েছে, ৪৫৭০ কোটি টাকা।

সেই টাকার জোগাড়েই তারা কেন্দ্রের মুখাপেক্ষী। মনে করা হচ্ছে, আগামী মহাকুম্ভের মেলায় হরিদ্বারে ১৫ কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম হবে। 

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত শুক্রবার জানান, ২০২০ সালের মধ্যে মেলার যাবতীয় কাজ সম্পন্ন করা হবে। এ জন্য প্রাথমিক ভাবে খরচ ধরা হয়েছে ৪৫৭০ কোটি টাকা। কেন্দ্রের কাছে সেই টাকার জন্য তাঁরা আর্জি জানিয়েছেন।