‘ম্যায় ভি চৌকিদার’! নতুন স্লোগানে রাহুলকে পাল্টা মোদীর


লোকসভা ভোটের মুখে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর 'চৌকিদার চোর হ্যায়' স্লোগানের পাল্টা জবাব দিতে এ বার নতুন স্লোগান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'ম্যায় ভি চৌকিদার'। সঙ্কটে তিনিই দেশের 'পরিত্রাতা' বোঝাতে শনিবার সকালে ওই স্লোগান দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর টুইটে। সেই ভিডিয়োয় রয়েছে একটি গান। আর সেই গানের সঙ্গেই প্রধানমন্ত্রীকে কখনও দেখা যাচ্ছে কোনও জনসমাবেশে, কখনও বা কোনও যুদ্ধের ট্যাঙ্কের উপরে। নানা রকমের কর্মকাণ্ডে। প্রধানমন্ত্রী মোদীকে বলতে দেখা যাচ্ছে, ''আপনাদের পাহারা দেওয়ার জন্য দেশের সেবার জন্য এই চৌকিদার দৃঢ়প্রতিজ্ঞ।'' সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, গানের সুরে সুর মিলিয়ে আমজনতাও বলছে 'ম্যায় ভি চৌকিদার হুঁ'।

'ম্যায় ভি চৌকিদার' হ্যাশট্যাগ দিয়ে করা সেই টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ''আমি একা নই। যাঁরাই দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, সমাজের কলুষ, ত্রুটিবিচ্যুতির বিরুদ্ধে লড়াই করছেন, তাঁরা সকলেই চৌকিদার। ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাঁরা লড়াই করে চলেছেন, তাঁরাও চৌকিদার। আজ প্রতিটি ভারতীয় নাগরিক বলছেন, ম্যায় ভি চৌকিদার।''

পৌনে ৪ মিনিটের ওই ভিডিয়োর শুরুতেই দেশের আপামর মানুষকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী মোদীকে বলতে শোনা যাচ্ছে, ''কোনও চিন্তা নেই আপনাদের। আপনাদের চৌকিদার সব সময়েই জেগে রয়েছেন।''

এর পরেই শুরু হচ্ছে গান। যার সঙ্গে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর পিছনে রয়েছেন দেশের যুব সম্প্রদায় ও প্রবীণ নাগরিকরা। তাঁদের বলতে শোনা যাচ্ছে, ''দুর্নীতির বিরুদ্ধে যিনি একাই লড়াই করে চলেছেন, আমরা সেই প্রধানমন্ত্রী মোদীর পিছনে রয়েছি। আমরা তাঁকে অনুসরণ করে চলেছি।''

২০১৪-য় ক্ষমতাসীন হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী মোদীর মুখে বার বার শোনা গিয়েছে দু'টি শব্দ। 'চৌকিদার' ও 'প্রধান সেবক'। রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে বিতর্কের সূত্রপাত হতেই কংগ্রেসের তরফে কটাক্ষ শুরু হয় 'চৌকিদার' শব্দটি নিয়ে। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী মন্তব্য করেন, ''চৌকিদার চোর হ্যায়।''