শনিবারেই ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিজেপি


নয়াদিল্লি: শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। অন্তত ১০০ জন প্রার্থীর নাম এদিন ঘোষণা করা হবে বলে অনুমান করা হচ্ছে।

এদিন বিকেল ৪টে থেকে শুরু হবে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেই বৈঠক শেষেই ১০০টি নাম ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। এদিন দিল্লিতে দলের সদর দফতরে সেই বৈঠকে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন অমিত শাহ, অরুণ জেটলি, রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নির্মলা সীতারামণের মত নেতা-নেত্রীরা।

সূত্রের খবর, প্রথম দফায় মহারাষ্ট্র ও কর্ণাটকের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এছাড়া গাজিয়াবাদ ও নয়ডা সহ উত্তরপ্রদেশের আটটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানা যাচ্ছে। শুক্রবারই উত্তরপ্রদেশে যৌথভাবে নির্বাচন লড়ার জন্য আপনা দলের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে বিজেপির।
 
গত ৮ মার্চ বিজেপির পার্লামেন্টারি বোর্ডের একটি বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদী ফের বারাণসী থেকেই প্রার্থী হবেন। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ৫,৮১,২২০ ভোটে জয়ী হয়েছিলেন নরেন্দ্র মোদী।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। সাত দফায় ভোট হবে। ১৯ মে শেষ হচ্ছে ভোট। ২৩ মে ফলাফল ঘোষণা হবে।