আগামিকাল বেরোবে CBSE-র ক্লাস XII-এর ফল


শনিবার প্রকাশিত হবে সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন)-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। শুক্রবার বোর্ডের তরফে এ কথা জানানো হয়। এর পরে শিগগিরই প্রকাশিত হবে সিবিএসই-র দশম শ্রেণীর পরীক্ষার ফলাফলও। সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in থেকে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। 

গত বছর মে মাসের শেষ সপ্তাহে বেরিয়েছিল সিবিএসই-র ক্লাস XII-এর ফলাফল। জুনের প্রথম সপ্তাহে বেরোয় ক্লাস x-এর ফল। ক্লাস XII ও ক্লাস x মিলিয়ে এ বছর সিবিএসই-তে পরীক্ষা দিয়েছিল প্রায় ২৮ লক্ষ ছাত্র-ছাত্রী। দশম শ্রেণীর পরীক্ষায় বসে ১৬,৩৮,৪২০ ছাত্র-ছাত্রী। গোটা দেশে ৪,৪৫৩টি এবং দেশের বাইরে ৭৮টি কেন্দ্রে পরীক্ষা হয়। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসে ১১,৮৬,৩০৬ জন ছাত্র-ছাত্রী। দেশের মধ্যে ৪১৩৮ এবং দেশের বাইরে ৭১টি কেন্দ্রে পরীক্ষা হয়। 

যে ওয়েবসাইটগুলি থেকে ফলাফল জানা যাবে, সেগুলি হল - 


৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সিবিএসই-র ক্লাস XII-এর পরীক্ষা হয়েছিল। ফলাফল জানতে এই ওয়েবসাইটগুলির মধ্যে যে কোনও একটিতে ঢুকে 'Class 12 Exam Results' ট্যাবে ক্লিক করতে হবে। তারপর নিজের রোল নম্বর দিয়ে সাবমিট-এ ক্লিক করতে হবে। তাহলেই জানা যাবে নিজের ফলাফল। মার্কশিট হাতে পেয়ে তার সঙ্গে এই রেজাল্ট মিলিয়ে নিতে ভুলো না।